• কলকাতায় শীতের আমেজ, আগামী সপ্তাহে ফের বাড়বে তাপমাত্রা?
    বর্তমান | ১০ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দোরগোড়ায় কড়া নাড়ছে পৌষ সংক্রান্তি। বাংলার জেলায় জেলায় ঠান্ডার পরশ থাকলেও শহর কলকাতা এখনও শীতের কাঁপুনি থেকে বঞ্চিত। মনোরম আবহাওয়া থাকলেও জোরালো ঠান্ডার দেখা না পাওয়ায় কার্যত হা-হুতাশ করছেন শীতপ্রেমীরা। আবার আপাতত, ঠান্ডার আমেজ থাকলেও আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কাও রয়েছে।


    আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মোতাবেক, আজ শুক্রবার কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২২ ডিগ্রি ও ১৩ ডিগ্রির আশেপাশে। গতকাল এই তাপমাত্রা ছিল যথাক্রমে ২২.৩ ডিগ্রি ও ১৩ ডিগ্রি। দুটি তাপমাত্রাই স্বাভাবিকের তুলনায় নীচে। আগামী ২৪ ঘণ্টায় শহরে কোনও বৃষ্টির পূর্বাভাস নেই।


    হাওয়া অফিসের দেওয়া তথ্য মোতাবেক, আগামী দু’দিন কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না। তবে তারপর থেকে কিছুটা হলেও পারা চড়তে পারে। মূলত পশ্চিমী ঝঞ্ঝার কারণেই রবিবার থেকে ২-৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। ফলে পৌষ সংক্রান্তির দিনে কতটা ঠান্ডা থাকবে তা নিয়ে প্রশ্ন থাকছে। যদিও উত্তরবঙ্গে হাড় কাঁপানো শীত বজায় থাকবে বলে জানানো হয়েছে।
  • Link to this news (বর্তমান)