• বাংলায় প্রথম ‘গ্লোবাল AI হাব’ খুলছে আইটিসি! ঘোষণা হয়তো বিজিবিএসে, হবে অনেক চাকরি
    হিন্দুস্তান টাইমস | ১০ জানুয়ারি ২০২৫
  • বাংলায় প্রথম 'গ্লোবাল AI হাব' তৈরি করতে চলেছে আইটিসি ইনফোটেক। রাজারহাটে আইটিসি গ্রিন সেন্টার ক্যাম্পাসে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স থেকে সেই ঘোষণা করা হতে পারে। সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, আইটিসি লিমিটেডের সংস্থার তরফে জানানো হয়েছে, পুরো বিশ্বের বিভিন্ন ক্লায়েন্টকে পরিষেবা প্রদানের ক্ষেত্রে কলকাতার 'গ্লোবাল হাব'-কে মধ্যমণি করে তোলার পরিকল্পনা করা আছে। কলকাতার 'গ্লোবাল হাব'-র মাধ্যমে বিভিন্ন পরিষেবা প্রদান করা হবে ক্লায়েন্টদের। যা আইটিসি গ্রুপের ডিজিটাল কর্মসূচির প্রাণকেন্দ্র হয়ে উঠবে বলে দাবি করা হয়েছে।

    আর সেই ‘গ্লোবাল হাব’-র জন্য কেন কলকাতাকে বেছে নেওয়া হয়েছে, সেটারও ব্যাখ্যা দিয়েছেন আইটিসি লিমিটেডের চেয়ারম্যান সঞ্জীব পুরী। ওই রিপোর্ট অনুযায়ী, আইটিসি লিমিটেডের চেয়ারম্যান জানিয়েছেন যে 'গ্লোবাল AI হাব' তৈরির জন্য কলকাতা দুর্দান্ত জায়গা। কলকাতার ভৌগোলিক অবস্থান অত্যন্ত ভালো। আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের ক্ষেত্রে রাজ্য সরকারের তরফে যাবতীয় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে। 


    সেইসঙ্গে তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গে মেধা ও প্রতিভার অভাব নেই। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মতো প্রথমসারির প্রতিষ্ঠান থেকে দক্ষ কর্মী পাওয়া যাবে। আবার যাতায়াত ব্যবস্থাও ভালো। সবমিলিয়ে কলকাতায় 'গ্লোবাল AI হাব' গড়ে তোলার উপযুক্ত পরিবেশ আছে বলে দাবি করেছেন আইটিসি লিমিটেডের চেয়ারম্যান।


    শুধু তাই নয়, আইটিসি লিমিটেডের চেয়ারম্যান জানিয়েছেন যে প্রতি বছর আইটিসি ইনফোটেকের কর্মীর সংখ্যা ২৫ শতাংশ থেকে ৩০ শতাংশ বাড়ছে। আগামী তিন-চার বছরের মধ্যে আইটিসি ইনফোটেকের ২৫-৩০ শতাংশ কর্মীই কলকাতায় কর্মরত হবেন। আপাতত কলকাতায় আইটিসি ইনফোটেকের প্রায় ১,০০০ জন কর্মী কাজ আছেন।


    আর সেই স্বপ্নের 'গ্লোবাল AI হাব' গড়ে তোলা হবে, সেই আইটিসি গ্রিন সেন্টার ক্যাম্পাসও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। সেই তথ্যপ্রযুক্তি ক্যাম্পাসে ইতিমধ্যে ১,০০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। আরও ৬০০ কোটি টাকা লগ্নি করা হবে। ১৪ লাখ স্কোয়ার ফুট জায়গার উপরে গড়ে ওঠা ওই ক্যাম্পাসে ১৭টি তলা আছে। আর সেখানে তৈরি করা 'গ্লোবাল AI হাব'-র মাধ্যমে আর্টফিসিয়াল ইনটেলিজেন্স ক্ষেত্রে দক্ষতা বাড়ানো হবে। শিক্ষা মহলের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করা হবে বলেও জানিয়েছেন আইটিসি লিমিটেডের চেয়ারম্যান।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)