মেদিনীপুর মেডিক্যালে প্রসূতি মৃত্যুর অভিযোগ ঘিরে চাঞ্চল্য
দৈনিক স্টেটসম্যান | ১০ জানুয়ারি ২০২৫
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ। সন্তান জন্ম দেওয়ার পরই অসুস্থ একের পর এক প্রসূতি। একজনের মৃত্যু হয়েছে। চারজনের অবস্থা আশঙ্কাজনক। চাঞ্চল্যকর এই ঘটনাটি মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে মুখে কুলুপ এঁটেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রসূতিদের পরিবারের অভিযোগ, সন্তান জন্মের পর থেকেই তাদের শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। প্রস্রাবের সঙ্গে রক্তপাত শুরু হয়। স্যালাইনের সমস্যা থেকেই এই জাতীয় ঘটনা ঘটেছে বলে দাবি প্রসূতিদের পরিবারের সদস্যদের। কারও অভিযোগ, মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়া হয়েছে। স্যালাইনে ছত্রাক থাকার অভিযোগও করেছেন অনেকে।
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার থেকেই বিভিন্ন অভিযোগ আস্তে শুরু করে। মৃত প্রসূতির পরিবারের অভিযোগ, সন্তান সুস্থই ছিল। কিন্তু প্রসূতির শারীরিক অবস্থা নিয়ে দীর্ঘক্ষণ তাদের অন্ধকারে রাখা হয়েছিল। পরবর্তীতে তারা জানতে পারেন, সন্তান জন্মের পর থেকেই প্রসূতিদের অবস্থার অবনতি হতে শুরু করে। রক্তক্ষরণ কিছুতেই বন্ধ হচ্ছিল না।
হাসপাতালে সিনিয়র ডাক্তার থেকে শুরু করে জুনিয়র ডাক্তার, কেউই ছিলেন না, এমনটাই দাবি প্রসূতিদের পরিবারের এক সদস্যের। এছাড়া সরকারি মেডিকেল কলেজে টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন তারা। তাদের দাবি, বিভিন্ন অজুহাত দেখিয়ে তাদের থেকে টাকা নেওয়া হচ্ছে।