• বিকেলে কলকাতায় একাধিক মিটিং-মিছিল, যানজটের আশঙ্কা, রইল ট্রাফিক আপডেট
    এই সময় | ১০ জানুয়ারি ২০২৫
  • শুক্রবার কর্মব্যস্ত দিনে শহরে একাধিক মিটিং, মিছিল রয়েছে। এর জেরে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বেশ কিছু রাস্তায় যানজটের আশঙ্কা রয়েছে। এই সময়ে অফিস থেকে বাড়ি ফেরার তাড়া থাকে। ফলে পথে বের হওয়া মানুষকে খানিক ভুগতে হতে পারে।  শহরের ব্যস্ত অংশে মিটিং, মিছিলের কারণে শ্লথ হতে পারে গতি, এই আশঙ্কা করা হচ্ছে। যদিও কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জানানো হচ্ছে, কোনও মিটিং, মিছিলই খুব বড় নয়। পর্যাপ্ত পরিমাণ ট্রাফিক পুলিশ মোতায়েন করা থাকবে রাস্তায়। ফলে যানজটের বিশেষ সম্ভাবনা নেই। 

    কোন কোন রাস্তায় মিছিল?

    কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, এ দিন বিকেল ৩টে থেকে ওয়েলিংটন স্কোয়্যার থেকে একটি মিছিল শুরু হওয়ার কথা। ওই মিছিল যাবে এস এন ব্যানার্জি রোড পর্যন্ত। বিকেল ৪টেয় একটি মিছিল যাবে বলরাম ঘোষ রোড, মহানায়ক উত্তম কুমার সরণী, এমজি রোড, রাজা রামমোহন সরণী, মোতিলাল গুপ্ত রোড ও করুণাময়ী ঘাট রোডের উপর দিয়ে। বিকেল সাড়ে চারটে নাগাদ অন্য একটি শোভাযাত্রা যাবে রবীন্দ্র সরণী, বাগবাজার স্ট্রিটের মতো এলাকায়। অন্যদিকে, সন্ধ্যা সাড়ে ৫টায় একটি মিটিং হতে পারে গড়িয়াহাট রোডে।

    কী বলছে ট্রাফিক পুলিশ? 

    এই মিটিং, মিছিলগুলির কারণে ট্রাফিকের উপর বিশেষ প্রভাব পড়বে না বলেই জানাচ্ছে কলকাতা ট্রাফিক পুলিশ। তাদের কথায়, এই মিটিং বা মিছিলগুলির মধ্যে কোনওটাই খুব বড় নয়। সেক্ষেত্রে খুব একটা বেশি প্রভাব পড়ার সম্ভাবনা কম। তবে মিটিং, মিছিলগুলি শুরু হওয়ার পর প্রয়োজন মোতাবেক পদক্ষেপ করা হবে। সেই সময়ে কলকাতা ট্রাফিক পুলিশের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে প্রয়োজনীয় আপডেট দেওয়া হবে। রাস্তায় পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে পরিস্থিতির মোকাবিলার জন্য।

  • Link to this news (এই সময়)