এই সময়, বালি: বুধবার বালিতে উদ্বোধন হলো ৩৬ তম হাওড়া জেলা বইমেলার। এ দিন দুপুরে বালি পুরসভার প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন করেন রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। মেলা চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন মেলা চলবে বেলা সাড়ে ১২টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত। সাত দিনের এই বইমেলায় কলকাতার বিশিষ্ট বহু প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে। মেলার মূল ভাবনা, ‘ভাষা দিয়ে সম্প্রীতি গড়ব’।
মেলায় রয়েছে প্রায় ৮৫টি বইয়ের স্টল। এ ছাড়া রয়েছে খাবারের স্টল। হাওড়া জেলা বইমেলা দীর্ঘদিন ধরে হাওড়া শরৎ সদনে অনুষ্ঠিত হয়ে আসছিল। এখন তা প্রতি বছর জেলার অন্য শহরগুলিতেও অনুষ্ঠিত করার পুরোনো প্রথাতেই ফিরে যাওয়া হয়েছে।
জেলা বইমেলা কমিটি সূত্রে জানা গেছে এর আগে ১৯৮৫ সালে এই বালি পুরসভা প্রাঙ্গনেই বইমেলা অনুষ্ঠিত হয়েছিল। তারপর প্রায় চল্লিশ বছর পর বালিতে অনুষ্ঠিত হচ্ছে ৩৬ তম হাওড়া জেলা বইমেলা। বালিতে মেলার উদ্যোক্তা হাওড়া জেলা গ্রন্থাগার।
সহযোগিতায় রয়েছে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর, হাওড়া জেলা পরিষদ, বালি পুরসভা, বালি সাধারণ গ্রন্থাগার ও বালি বইমেলা পরিচালন সমিতি। উদ্যোক্তা হিসেবে মুখ্য ভূমিকায় রয়েছেন বালির বিধায়ক রানা চট্টোপাধ্যায়।
মেলায় বইয়ের স্টল ছাড়াও থাকছে অনুষ্ঠান মঞ্চ। মেলায় ‘বালির সেকাল থেকে একাল’ বইটি প্রকাশ করেন গ্রন্থাগারমন্ত্রী। বালি সাধারণ গ্রন্থাগারের পক্ষ থেকে প্রায় এক দশক আগে এই ইতিহাস রচনার কাজ হাতে নেওয়া হয়। বালির ইতিহাস সম্পর্কিত কিছু পুরোনো প্রকাশনা ও নথিপত্র ছিল সম্বল। গত এক দশক ধরে বালি সাধারণ গ্রন্থাগারের কর্মী সংঘের সদস্যরা ইতিহাস রচনার দায়িত্ব নিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন।