• মোটর পার্টস বিক্রির দোকানের আড়ালে অবৈধ অস্ত্র কারখানার রমরমা কারবার, পুলিশের জালে ৪
    এই সময় | ১০ জানুয়ারি ২০২৫
  • গাড়ির যন্ত্রাংশ বিক্রির দোকানের আড়ালে রমরমিয়ে চলত অস্ত্র তৈরির কারখানা। বৃহস্পতিবার রাতে কলকাতা ও বিহার পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) যৌথ অভিযানে ফাঁস চক্র। বেআইনি অস্ত্র কারখানা চালানোর জন্য বিহারে গ্রেপ্তার করা হয়েছে ৪ জনকে। ধৃতদের নাম ইশতেয়াক আলম (৩৮), ইফতেখার আলম (৩৫), রাজ কুমার চৌধুরী (৩০) এবং রাজুকুমার শ (২২)। 

    বৃহস্পতিবার রাতে বিহারের মধুবনি জেলার খুতাউনা বাজারে ‘কিষাণ অটো পার্টস’ নামে একটি দোকানে অভিযান চালানো হয়। দোকানের আড়ালে রমরমিয়ে চলছিল অস্ত্র তৈরির কারখানা। ঘটনায় ওই দোকানের মালিক ইশতেয়াক আলম  ও তার ভাই ইফতেখার আলম এবং তাদের অন্যতম সহকারী রাজ কুমার চৌধুরীকে আটক করেছিল পুলিশ। পরে তাদের গ্রেপ্তার করা হয়। 

    এই অভিযানে সেভেন এমএম পিস্তলের একাধিক যন্ত্রাংশ, ১টি লেদ মেশিন, ২টি ড্রিলিং মেশিন, ১টি গ্রাইন্ডিং মেশিন, ১টি ওয়েল্ডিং মেশিন এবং আগ্নেয়াস্ত্র তৈরির কাঁচামাল উদ্ধার হয়। 

    অন্যদিকে, এই ৩ জনকে জিজ্ঞাসাবাদ করে বিহারেরই ঝাঁজপট্টি গ্রামের বাসিন্দা রাজকুমার শ-য়ের বাড়িতেও চালানো হয় অভিযান। তাঁর বাড়িতেও অস্ত্র তৈরির কারখানার হদিশ পায় পুলিশ। সেখান থেকেও সেভেন এমএম পিস্তলের যন্ত্রাংশ, একটি গ্রাইন্ডিং মেশিন, একটি ড্রিলিং মেশিন, প্রচুর পরিমাণ অস্ত্র তৈরির কাঁচামাল বাজেয়াপ্ত করেছে পুলিশ। 

    প্রসঙ্গত, কলকাতার কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনা হোক বা মালদার কাউন্সিলর দুলাল সরকারকে গুলি করে খুন, এই ঘটনাগুলিতে বিহারের গ্যাংয়ের যোগ উঠে এসেছিল। এরপরেই প্রতিবেশী রাজ্য থেকে অস্ত্র আসার ঘটনায় নজর ছিল পুলিশের। সার্বিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই অভিযান বিহার এবং কলকাতা পুলিশের অন্যতম সাফল্য বলে মনে করা হচ্ছে।

  • Link to this news (এই সময়)