ফের কলকাতায় বেপরোয়া বাসের ধাক্কায় মৃত্যু এক পথচারীর। শুক্রবার সকালে বড়বাজারের কলাকার স্ট্রিটে এক মহিলা পথচারীর মৃত্যু হয়। মৃত মহিলার নাম নাজু বিবি (৬০) । ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের কলকাতা মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বেপরোয়া যান চলাচল নিয়ে ট্রাফিক পুলিশের কড়া পদক্ষেপের পরেও দুর্ঘটনায় মহিলার মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।
জানা গিয়েছে, শুক্রবার অফিস টাইমে একটি মিনিবাস হাওড়া থেকে শিয়ালদহের দিকে যাচ্ছিল। বড়বাজারে কলাকার স্ট্রিট ও এমজি রোডের সংযোগস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথের গার্ডরেলে ধাক্কা মারে। বাসটি গার্ডরেলে ধাক্কা মেরে ফুটপাতে উঠে পড়ে। ফুটপাথ দিয়ে সেই সময়ে হেঁটে যাচ্ছিলেন কয়েকজন। বাসটি মোট চারজনকে গিয়ে ধাক্কা মারে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। কোনও কারণে বাসটির ব্রেক ফেল হয়েছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় ওই এলাকায় বেশ কিছুক্ষণ যান চলাচলও ব্যাহত হয়। স্থানীয় এক পথচারী বলেন, ‘বাসটি সত্যনারায়ণ পার্কের কাছে এসেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফুটপাথে উঠে গিয়ে একের পর এক লোককে ধাক্কা মারে।’
প্রসঙ্গত, মাত্র ১১ দিন আগেই কলকাতাতেই বিধাননগরের তেলেঙ্গাবাগানের কাছে এক পথচারীকে ধাক্কা দিয়েছিল একটি বেসরকারি বাস। সেই দুর্ঘটনাতেও মৃত্যু হয়েছিল ওই পথচারীর। এর পর থেকেই সতর্ক ছিল পুলিশ। কিন্তু তা সত্ত্বেও অফিস টাইমে ঘটে গেল মারাত্মক দুর্ঘটনা, যা ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।