• স্টুডেন্ট উইকের শেষ দিনে জমজমাট স্কুল, খুশি পড়ুয়ারা
    এই সময় | ১০ জানুয়ারি ২০২৫
  • এই সময়, উলুবেড়িয়া: কেউ ট্রেন দুর্ঘটনায় হারিয়েছে সন্তানকে। শাড়ির আঁচল গড়াচ্ছে মাটিতে। আলুথালু বেশে ঘুরে বেড়াচ্ছে এ দিক ও দিক। আবার কেউ সিগন্যাল সেজে দাঁড়িয়ে রয়েছে। যেমন খুশি সাজোতে অংশ নিয়ে স্কুল পড়ুয়াদের এমনই রকমারি সাজ ছিল চোখে পড়ার মতো। যে সব্জিগুলি এখন আর বেশি দেখা যায় না, সেগুলি চেনাতে পড়ুয়াদের নিয়ে যাওয়া হয়েছে বাজারে।

    পড়ুয়াদের স্থানীয় দর্শনীয় জায়গাগুলিতেও নিয়ে যাওয়া হয়। স্টুডেন্ট উইক ২০২৫–এর শেষ দিন ছিল বুধবার। এই উপলক্ষে হাওড়া জেলার বিভিন্ন স্কুলে নানা অনুষ্ঠান পালন করা হয়।

    এ দিন একাধিক স্কুলে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুলেখা পাঁজা। তিনি বলেন, ‘স্টুডেন্ট উইকের অন্য দিনগুলিতেও শিক্ষা দপ্তরের বিভিন্ন আধিকারিকরা উপস্থিত ছিলেন। পড়ুয়াদের আনন্দ দিতেই আমরা বিভিন্ন কর্মসূচি পালন করেছি।’ রাজ্য সরকার বছর চারেক আগে স্টুডেন্ট উইক শুরু করেছিলেন।

    শিক্ষা দপ্তরের উলুবেড়িয়া পূর্ব বুড়িখালি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য আয়োজিত হয়েছিল যেমন খুশি সাজো প্রতিযোগিতা। প্রধান শিক্ষক শ্যামল গঙ্গোপাধ্যায় বলেন, ‘এই স্কুলের কাছেই হুগলি নদী। আমরা পড়ুয়াদের নিয়ে নদীর ধারে বেড়াতে গিয়েছিলাম। তারা খুব খুশি হয়েছে।’

    শ্যামপুর–১ ব্লকের নুনেবাড় মহাকালী প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট উইকের কর্মসূচি হিসেবে খাদ্য উৎসব করা হয়। এই অনুষ্ঠানে পড়ুয়ারা বিভিন্ন খাবার নিয়ে পসরা সাজিয়ে বসেছিল। অভিভাবকরা এই সব স্টল থেকে খাবার কিনে খান। প্রধান শিক্ষক অনুপম বর্মন বলেন, ‘পড়ুয়াদের স্কুলমুখী করাই আমাদের মূল লক্ষ্য।’ বাইনান গার্লস হাইস্কুলের কয়েকশো ছাত্রী অঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়।

  • Link to this news (এই সময়)