এই সময়, খড়্গপুর: ফুড ইনস্পেক্টরের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠলো সবংয়ে। প্রতিবাদে ফুড ইনস্পেক্টরকে ঘিরে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবারের ঘটনা। রেশন ব্যবস্থা মানুষের কাছে পৌঁছনোর জন্য সবং ব্লকে ৬টি নতুন সাব ডিলার দেওয়ার কথা। একই ভাবে পিংলাতেও সাব ডিলার দেওয়ার কথা রয়েছে।
মূলত, একজন রেশন ডিলারের কাছে ৪ হাজারের বেশি গ্রাহক থাকলে, যদি নদী পেরিয়ে আসতে হয় বা মাঝে জঙ্গল থাকে সেখানে নতুন সাব ডিলার দেওয়া হয়। উপভোক্তারা যাতে বাড়ির কাছে এবং সহজে রেশন নিতে পারেন। সেই কাজটি দেখার কথা ফুড ইনস্পেক্টরের। সবংও পিংলার দায়িত্বে ইনস্পেক্টর শঙ্করপ্রসাদ সিংহ। সবংয়ে সাব-ডিলার দেওয়ার ক্ষেত্রে দেরি হচ্ছে বলে অভিযোগ।
এমনকী, ইচ্ছাকৃতভাবে দু'জন আবেদনকারীকে অনুপযুক্ত বলে আবেদনও খারিজ করে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন সবং ব্লক তৃণমূলের সভাপতি আবুল কালাম বক্স। এমন সময়ে পিংলার একজনকে সাব ডিলার দেওয়ার ব্যাপারে একটি অডিও কল ভাইরাল হয়। যেটি অভিযুক্ত ফুড ইনস্পেক্টরের গলার স্বর বলে দাবি তৃণমূলের।
যদিও ‘এই সময়’ অডিও-র সত্যতা যাচাই করেনি। সেই অডিও কলে ঘুষ নেওয়ার কথাবার্তা হয়েছে। আবু কালাম বক্সের দাবি, ‘অডিও কলে ফুড ইনস্পেক্টর টাকা দাবি করছেন। সাব ডিলার দেওয়ার জন্য লক্ষাধিক টাকা ঘুষ চাইছেন। অবিলম্বে এই আধিকারিকের গ্রেপ্তার দাবি করছি, এবং সাব ডিলার দেওয়ার ক্ষেত্রে নতুন পদক্ষেপের আবেদন জানিয়েছি।’
যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ফুড ইনস্পেক্টর শঙ্করপ্রসাদ সিং। তাঁর দাবি, ‘সরকারি নিয়ম মেনেই যাবতীয় তথ্য পোর্টালে তোলা হয়েছে। তবু কেন অভিযোগ তোলা হচ্ছে জানি না।’ অডিও কলের কথাবার্তার ব্যাপারে কিছু জানেন না বলে দাবি শঙ্করপ্রসাদের।