• বাঁকুড়ায় সিলিন্ডার বিস্ফোরণ, মৃত একই পরিবারের দুই জন, আহত আরও তিন...
    আজকাল | ১০ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ সিলিন্ডার বিস্ফোরণে বাঁকুড়ায় মৃত একই পরিবারের দু’‌জন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে বাঁকুড়া শহরের ৬ নম্বর ওয়ার্ডে। আহত হয়েছে আরও তিন জন। 

    জানা গেছে, বাঁকুড়ার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পাল পরিবার। বৃহস্পতিবার রাতে খাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিলেন পরিবারের সকলে। মাঝরাতে বিস্ফোরণের শব্দ পান প্রতিবেশীরা। দেখতে পান দাউদাউ করে জ্বলছে পালবাড়ি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। প্রতিবেশীরাও উদ্ধার কাজে হাত লাগান। দমকলের ইঞ্জিন পৌঁছনোর আগেই বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়ে বাড়ির একাংশ। আটকে পড়েন বাড়ির বাসিন্দারা। ছাদ থেকে ঝলসে যাওয়া দুই মেয়েকে লাফিয়ে প্রাণে বাঁচান স্থানীয়রা। দমকল আধিকারিকরা পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় শুরু করেন আগুন নিয়ন্ত্রণে আনার কাজ। দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় ৫ জনকে। হাসপাতালে নিয়ে যাওয়া আগেই মৃত্যু হয় ২ জনের। হাসপাতালে ভর্তি বাকি তিনজন।

    পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম নিতাই ও রিনা পাল। দেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। দমকল জানিয়েছে, বাড়ির একতলায় টোটো চার্জিং পয়েন্ট ছিল। ওই চার্জিং পয়েন্ট থেকেই শর্টসার্কিট হয়ে আগুন লাগে এসি মেশিনে। সেই আগুন থেকেই একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ। ভেঙে পড়ে বাড়ির একাংশ।

     
  • Link to this news (আজকাল)