অরিন্দম মুখার্জি: বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল পুলিশ মহলে রদবদল হতে চলেছে। পুলিশ মহলে রদবদলের ক্ষেত্রে রয়েছে একগুচ্ছ নিয়ম। সেসব নিয়ম মেনেই এবার পশ্চিমবঙ্গে আইজি পদে পদোন্নতি হল পশ্চিমবঙ্গ সরকারের চার আইপিএস-এর। ডিআইজি উজ্জ্বল কুমার ভৌমিক ফরহাত আব্বাস উৎপল নস্কর এবং অঞ্জন চক্রবর্তী, এই চারজনের আইজি পদে পদোন্নতি হয়েছে।
এই মুহূর্তে উৎপল কুমার নস্কর রয়েছেন কন্ট্রোলার অফ সিভিল ডিফেন্স, পশ্চিমবঙ্গ পদে, ফারহাত আব্বাস রয়েছেন ডিআইজি, এপি দুর্গাপুর পদে, অঞ্জন চক্রবর্তী রয়েছেন ডিআইজি, এসিবি, পশ্চিমবঙ্গ পদে এবং উজ্জ্বল কুমার ভৌমিক রয়েছেন ডিআইজি, ট্রেনিং-কাম-প্রিন্সিপাল, পিটিএস, সালুয়া পদে। পদোন্নতি হলেও তাঁরা এই মুহূর্তে যে এখানে রয়েছেন, সেখান থেকেই তাঁরা কাজ চালাবেন বলে খবর সূত্রের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গঙ্গাসাগর মেলার জন্য এই মুহূর্তে কাউকে স্থানান্তরিত করা হচ্ছে না। গঙ্গাসাগরমেলা শেষ হলে এ রাজ্যে পুলিশ প্রশাসনের বড় রদবদল হতে পারে বলেও জানা গিয়েছে।আপাতত চার আইপিএস-এর পদোন্নতি হলেও, তাঁদের কোনও নতুন জায়গায় বদলি করা হয়নি।