আজকাল ওয়েবডেস্ক: পুরীর আদলে দিঘায় তৈরি হচ্ছে জগন্নাথ ধাম। এখন উদ্বোধন শুধু অপেক্ষা মাত্র। আগামী ৩০ এপ্রিল জগন্নাথ ধামের উদ্বোধন। জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তার আগেই ঘটল চুরির ঘটনা।
পুরনো দিঘার মাসির বাড়ি অর্থাৎ সমুদ্র উপকূলে পুরনো জগন্নাথ দেবের মন্দির প্রাঙ্গণে তৈরি হচ্ছে সুবিশাল চৈতন্য গেট। সাজানো হবে পুরনো জগন্নাথ দেবের মন্দির অর্থাৎ মাসির বাড়ি। তার মধ্যে সেই মন্দিরে চুরির ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
চুরির ঘটনায় নজরদারির অভাবের অভিযোগও তোলা হচ্ছে। ইতিমধ্যে থানায় অভিযোগ করা হয়েছে। দিঘার জগন্নাথ মন্দির ঘিরে ইতিমধ্যে যথেষ্ট আলোড়ন পড়েছে দেশবাসীর মধ্য। উদ্বোধনের আগে পুরনো জগন্নাথ মন্দির অর্থাৎ মাসির বাড়িতেও পর্যটকদের ভিড় জমতে শুরু করেছে। বহু দর্শনার্থী প্রণামি দিচ্ছেন। আর সেই প্রণামী বাক্স ভেঙে লুঠ সর্বস্ব, সূত্রের খবর তেমনটাই।
মন্দির থেকে একেবারে ঢিল ছোড়া দূরত্বে থানা। প্রশাসনেরও ঢিলেমির অভিযোগ তুলেছে মন্দির কর্তৃপক্ষ। পুলিশ ইতিমধ্যে তড়িঘড়ি তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সেখানকার সিসিটিভির ফুটেজ।
উল্লেখ্য, দিঘা সমুদ্র সৈকতে পশ্চিমবঙ্গ হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন প্রায় ২০ একর জমির উপর তৈরি করছে জগন্নাথ মন্দির। মন্দিরটি প্রায় ৬৫মিটার উঁচু হবে বলে জানা গিয়েছে।