• পাশে দাঁড়াল বিএসএফ,  বিজিবি-র বাধা উপেক্ষা করেই মেখলিগঞ্জের কুচলিবাড়ি সীমান্তে বেড়া দিলেন গ্রামবাসীরা...
    আজকাল | ১০ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের সীমান্তরক্ষী বিজিবি-র বাধা উপেক্ষা করে সীমান্তে কাঁটাতার দিলেন গ্রামের বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে শুক্রবার কোচবিহার জেলার মেখলিগঞ্জের কুচলিবাড়িতে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায়। জানা গিয়েছে, বাংলাদেশি দুষ্কৃতীদের দৌরাত্ম্য থেকে বাঁচতে নিজেরাই কাঁটাতারের বেড়ার সামগ্রী কিনে জিরো পয়েন্ট ধরে বেড়া দিতে যান গ্রামবাসীরা।

    বিজিবির তরফে গ্রামবাসীদের বাধা দেওয়া হলেও তা উপেক্ষা করে প্রায় দেড় কিলোমিটার কাঁটাতারের বেড়া অস্থায়ীভাবে দেওয়ার কাজ সম্পন্ন করেন তাঁরা। ঘটনার জেরে বাংলাদেশের সীমান্তরক্ষীদের সঙ্গে বচসা শুরু হয় গ্রামবাসীদের সঙ্গে। যার জেরে উত্তেজনা সৃষ্টি হয় ওই সীমান্ত এলাকায়। যদিও ওই বেড়া দেওয়া নিয়ে বিএসএফ-এর কোনও যোগ না থাকলেও বিএসএফ জওয়ানরা স্থানীয় গ্রামবাসীদের পাশে দাঁড়ান।    

    গ্রামবাসীদের অভিযোগ, তাঁদের ফসল কেটে নিয়ে যাচ্ছে বাংলাদেশী দুষ্কৃতীরা। সে কারণে নিজেদের উদ্যোগেই শেষ পর্যন্ত তাঁরা কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত নেন। স্থানীয় সূত্রে অভিযোগ, গ্রামবাসীরা যখন নিজেদের জমিতে কাঁটাতারের বেড়া দিচ্ছিলেন তখন বাধা দেয় বিজিবি। তাঁদের সঙ্গে গ্রামবাসীদের বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হয়। যদিও বিজিবিকে  তোয়াক্কা না করেই নিজেদের অবস্থানে অনড় থাকেন সীমান্তপাড়ের গ্রামবাসীরা। পরে কৃষকরাই উদ্যোগ নিয়ে সেই কাঁটাতারের বেড়া লাগিয়ে দেন। তাঁদের পাশে দাঁড়ায় ভারতীয় বিএসএফ জওয়ানরা।
  • Link to this news (আজকাল)