• কলকাতায় ফের বেপরোয়া বাসের দৌরাত্ম্য, মৃত এক
    আজকাল | ১০ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ শহরে ফের বেপরোয়া বাসের দৌরাত্ম্য। বেপরোয়া গতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথের রেলিংয়ে মারল ধাক্কা। ঘটনায় আহত চার পথচারী। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে মহাত্মা গান্ধী রোডের বড়বাজার এলাকায়। হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করা হয়।

    এর আগে গত বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর তেলেঙ্গাবাগানে দুই বাসের রেষারেষিতে একজন মারা যান। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার অফিসের ব্যস্ত সময়ে বড়বাজারে ঘটল এই দুর্ঘটনা। 

    জানা গেছে, ব্রেক ফেল করার ফলেই এই ঘটনা। পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে হাওড়া থেকে শিয়ালদহ যাচ্ছিল যাত্রী ভর্তি বাসটি। মহাত্মা গান্ধী রোড ও কলাকার স্ট্রিটের সংযোগস্থলে ঘটে দুর্ঘটনা। ব্রেক ফেল করে বাসটি। বেঁকে গিয়ে ধাক্কা দেয় ফুটপাথে। সেখান থেকে হেঁটে যাচ্ছিলেন ৪ মহিলা। বাসটি একেবারে পিষে দেয় তাঁদের। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে। খবর পেয়েই পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের তৎপরতায় আহতদের পাঠানো হয় মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই একজনকে মৃত ঘোষণা করা হয়। বাকিদের চিকিৎসা চলছে। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্থ বাসটি নতুন। তা সত্ত্বেও কেন এই ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। 

    এদিকে, বাস চালককে আটক করেছে পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। এদিকে ঘটনার জেরে এলাকায় যানজটের সৃষ্টি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

     
  • Link to this news (আজকাল)