• বড়বাজারে ফুটপাথে উঠে পড়ল মিনিবাস, মৃত্যু ১ মহিলার
    আজ তক | ১০ জানুয়ারি ২০২৫
  • কলকাতায় বাসের ধাক্কায় মৃত্যু এক মহিলারা। ঘটনাটি ঘটেছে বড়বাজারের কলাকার স্ট্রিটে। নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেলে ধাক্কা মেরে ফুটপাথে উঠে পড়ে একটি মিনিবাস। তাতেই ওই মহিলার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিনজন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। শুক্রবার অফিস টাইমে একটি মিনিবাস হাওড়া থেকে শিয়ালদার দিকে যাচ্ছিল। বড়বাজারে কলাকার স্ট্রিট ও এমজি রোডের সংযোগস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেলে ধাক্কা মেরে ফুটপাতে উঠে পড়ে বাসটি। সেই সময় ফুটপাথে দিয়ে যাওয়া ৪ জন পথচারী আহত হন। এক মহিলা গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

    ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ঘাতক মিনিবাসটি ও চালককে আটক করা হয়েছে। বাসটির ব্রেক ফেল হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার কারণে ওই এলাকায় বেশ কিছুক্ষণ যান চলাচলও ব্যাহত হয়। পরে ট্র্যাফিক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    কযেকদিন আগেই বিধাননগরের তেলেঙ্গাবাগানের কাছে এক পথচারীকে ধাক্কা মেরেছিল একটি বেসরকারি বাস। সেই দুর্ঘটনাতেও মৃত্যু হয়েছিল পথচারীর। হাওড়া-বারাসত রুটের একটি বাসের সঙ্গে বাগবাজার-গড়িয়া স্টেশন রুটের একটি বাসের রেষারেষি হচ্ছিল। তেলেঙ্গানবাগানের কাছে ওই দুটি বাসের রেষারেষির মাঝে পড়ে যান ওই পথচারী। তাঁর পায়ের উপর দিয়ে চলে যায় বাসের চাকা।

    নভেম্বরে সল্টলেকে দুই বাসের রেষারেষির জেরে প্রাণ যায় এক শিশুর। সল্টলেকের ২ নম্বর গেটের কাছে এই দুর্ঘটনা ঘটে। তৃতীয় শ্রেণির ওই ছাত্র স্কুল থেকে মায়ের সঙ্গে ফিরছিল। তখনই দুর্ঘটনা। পুলিশ সূত্রে খবর, সল্টলেক লাগোয়া বেসরকারি স্কুলে পড়ত তৃতীয় শ্রেণির ওই ছাত্র। তাকে নিয়ে বাড়ি ফিরছিল মা। ২ নম্বর গেটের কাছে ২১৫ এ রুটের দুটি বাস রেষারেষি করছিল। একটি বাস পিছন থেকে এসে স্কুটিতে ধাক্কা মারে। মোট ২ স্কুল পড়ুয়া-সহ ৩ জন জখম হন। আহতদের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে এক শিশু মারা যায়।
  • Link to this news (আজ তক)