• মৎস্যজীবীর জালে ২০০ কেজির দৈত্যাকার শঙ্কর মাছ! বিক্রি হল ৪৭ হাজার টাকায়
    বর্তমান | ১০ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, হলদিয়া: শুক্রবার সাতসকালে হলদিয়ার দুর্গাচক বাজারে হুলুস্থূল কাণ্ড। এক মৎস্যজীবীর জালে ধরা পড়েছে একটি বিশালাকার শঙ্কর মাছ। যার ওজন প্রায় ২০০ কেজির কাছাকাছি। খবর পেয়েই মাছটিকে দেখতে ভিড় জমান স্থানীয়রা।


    স্থানীয় সূত্রে খবর, আজ শুক্রবার ভোরে হুগলি ও হলদি নদীর মোহনায় বন্দরের জেটির কাছে এক মৎস্যজীবীর জালে এই বিশালাকার শঙ্কর মাছটি ধরা পড়ে। সাত সকালে প্রথমে মাছটিকে দেখতে ভিড় জমান পথচলতি বহু মানুষ। এরপর সেটিকে স্থানীয় দুর্গাচক বাজারে ভগবতী মৎস্য আড়ৎ-এ আনা হয়। বাজার সূত্রে খবর, মাছটি ৪৭ হাজার টাকায় বিক্রি হয়েছে। ফলে হাসি ফুটেছে মৎস্যজীবীর মুখে।


    জানা গিয়েছে, হলদিয়ার পাতিখালি এলাকার বাসিন্দা মতিলাল হাজরা সহ বেশ কয়েকজন মৎস্যজীবী বৃহস্পতিবার নৌকা নিয়ে হলদি নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। শুক্রবার ভোরে তাঁদের জালে উঠে আসে এই বিপুলাকার শঙ্কর মাছটি। মৎস্যজীবী মতিলাল হাজরা বলেন, “শঙ্কর মাছ এমনিতেই খুব কম পাওয়া যায়। এত দিন যা পেয়েছি সব ছোট ছোট। এত বড় শঙ্কর মাছ আগে কখনও জালে ওঠেনি।”
  • Link to this news (বর্তমান)