• মেয়াদ উত্তীর্ণ স্যালাইনে প্রসূতির মৃত্যু? চিকিৎসায় গাফিলতির অভিযোগে উত্তেজনা মেদিনীপুর হাসপাতালে
    বর্তমান | ১০ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, মেদিনীপুর: ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগে রোগী মৃত্যুর ঘটনা। এবার অভিযোগে বিদ্ধ মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যুর ঘটনা ঘিরে হাসপাতালে ছড়িয়েছে উত্তেজনা। অভিযোগ, প্রসূতিদের মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়া হয়েছিল। যার জেরে মৃত্যু হয়েছে এক প্রসূতির ও গুরুতর অসুস্থ কমপক্ষে ৭ জন।


    দাবি করা হচ্ছে, বুধবার রাতে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সিজার হওয়া একাধিক প্রসূতি বৃহস্পতিবার সকাল থেকে গুরুতর অসুস্থ হতে শুরু করেন। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে বিবেচনা করে ওই প্রসূতিদের আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়। ভেন্টিলেশনেও দেওয়া হয় ৩ জনকে। শুক্রবার ভোরে তাঁদের মধ্যেই এক প্রসূতির মৃত্যু হয়।


    জানা গিয়েছে, মৃতার নাম মামণি রুইদাস। তাঁর স্বামীর নাম দেবাশীষ রুইদাস। দম্পতির বাড়ি গড়বেতা থানা এলাকায়। বুধবার রাতে সিজারের পর পুত্র সন্তান জন্ম দিয়েছিলেন মামণি রুইদাস। এর আগে তাঁর একটি কন্যা সন্তানও আছে।


    এই প্রসূতির মৃত্যুর পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। অভিযোগ, ভুল স্যালাইন বা মেয়াদ উত্তীর্ণ স্যালাইন প্রয়োগের ফলেই মৃত্যু হয়েছে ওই প্রসূতির এবং বাকিরা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ঘটনায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনা খতিয়ে দেখতে কয়েকজন চিকিৎসকেরদের নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)