• সন্ধে হলেই ভূতের ভয়? প্রেতের ছায়া? তদন্তে নেমে চক্ষু চড়কগাছ ভূতের গোয়েন্দাদের...
    ২৪ ঘন্টা | ১০ জানুয়ারি ২০২৫
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কদিন আগেই ঘটেছিল এই কাণ্ড। ভূতের ভয় ছড়িয়ে গেল ঘরে-ঘরে। কেন? আসলে একই গ্রামে পর পর চারজনের মৃত্যু হয়েছিল। ছড়িয়ে গেল, সেই সব প্রতেই ঘুরে বেড়াচ্ছে গ্রামে। এর জেরেই ভূতের আতঙ্ক ছড়িয়েছিল কালনার বৈদ্যপুর গ্রামে। সন্ধে নামতেই আতঙ্কে ঘরে ঢুকে পড়ছিলেন ছোট থেকে বড়রা। তবে ভূত বলে কিছু নেই। কিছু মানুষ রাতে ইচ্ছাকৃত ভাবেই এই ধরনের ভয় ছড়াচ্ছেন বলে তখনই দাবি করেছিল কালনার বিজ্ঞানমঞ্চ।

    কী ঘটছিল? গ্রামবাসীদের দাবি, কয়েক মাসের মধ্যেই চারজনের মৃত্যু ঘটে আর ঠিক তার পর থেকেই, রাত নামলেই কে বা কারা যেন বাড়ির দরজা-জানলায় ধাক্কা মারছিল! কেউ কেউ অদৃশ্য কোনও কিছুর অস্তিত্বও অনুভব করেছিলেন বলে দাবি করেন।


    কাউকে দেখেছেন তাঁরা? হ্যাঁ, অনেকটা এমনই দাবি তাঁদের। তাঁরা রীতিমতো আতঙ্কিত!

    কিন্তু প্রকৃত ঘটনা ক্রমশ জানা গেল। এই পরিস্থিতিতে সত্য উদঘাটনের জন্য এগিয়ে আসে 'ডিটেকটিভস অফ সুপারন্যাচারাল' (Detectives of Supernatural)। এই ভূতের গোয়েন্দাদল, যার পোশাকি নাম 'ডিটেকটিভস অফ সুপারন্যাচারাল' (Ghostbusters) তার সদস্যরা হলেন-- ঈশিতা দাস সান্যাল, অনির্বাণ দাস, আয়ুষ মজুমদার, সোমাঞ্জন মুখোপাধ্যায়, এবং রাজ সিমলাই। আর ডিটেকটিভস অফ সুপারন্যাচারাল (Ghostbusters) যাঁর নেতৃত্বে কাজ করে, তিনি হলেন এই দলটির প্রতিষ্ঠাতা দেবরাজ সান্যাল (Debraj Sanyal)। কালনার ওই এলাকায় পৌঁছে তদন্ত শুরু করেন তাঁরা। 

    গ্রামে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন তাঁরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, গভীর রাতে অদ্ভুত আওয়াজ পাওয়া যাচ্ছে, ছায়ামূর্তি দেখা যাচ্ছে, সঙ্গে অন্যান্য ভৌতিক কর্মকাণ্ডও ঘটছে!  কিন্তু 'ডিটেকটিভস অফ সুপারন্যাচারাল' (Detectives of Supernatural) সব শুনে বুঝতে পারেন, কোথাও একটা গোলমাল ঘটছে। তাঁরা তাঁদের পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন এবং ক্রমে বুঝতে পারেন, বিষয়টি বুজরুকি। ডিটেকটিভস অফ সুপারন্যাচারাল আরও খোঁজ নিয়ে জানতে পারেন, কালনা-অঞ্চলে আগেও এই ধরনের গুজব ছড়ানো হয়েছিল। সেগুলির পিছনে ছিল কিছু মানুষের দুষ্টুমি। দলটি অতীতের সেই সব ঘটনাও বিশ্লেষণ করে দেখে। এলাকার স্থানীয় মানুষ এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য শুনে তাঁরা বুঝতে পারেন, ঘটনাগুলি পরিকল্পিতভাবে সাজানো হয়েছে।

    কিন্তু কেন ছড়ানো হয়েছিল বা এখনও ছড়ানো হচ্ছে এ ধরনের গুজব? 'ডিটেকটিভস অফ সুপারন্যাচারালে'র (Detectives of Supernatural) পর্যবেক্ষণ, স্থানীয় সমস্যা বা জমি দখলের মতো উদ্দেশ্যেই ভূত-সংক্রান্ত এইসব গুজব তৈরি করা হয়। এখানেও সেটাই করা হয়েছে। 

    'ডিটেকটিভস অফ সুপারন্যাচারালে'র তরফে দেবরাজ সান্যাল (Debraj Sanyal) বলেন, '''ডিটেকটিভস অফ সুপারন্যাচারাল' আবারও প্রমাণ করল, ভয়ের আড়ালে লুকিয়ে থাকা সত্যকে উদঘাটন করাই তাদের মূল লক্ষ্য। কালনার ঘটনায় আমরা দেখিয়েছি, প্রকৃত অনুসন্ধান ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ব্যবহার করে যে কোনো রহস্যের সমাধান সম্ভব। গ্রামের মধ্যে যে আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছিল, মানুষের মধ্যে যে ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছিল, তা দূর করে আমরা এখন এলাকায় শান্তি ফিরিয়ে এনেছি।'' দেবরাজ আরও যোগ করেন, ''ভূতুড়ে গুজবের মিথ্যের আবরণ সরিয়ে সত্য প্রকাশ করাটাই শুধু 'ডিটেকটিভস অফ সুপারন্যাচারালে'র কাজ নয়, সমাজের প্রতি তারা দায়বদ্ধও। কালনার অনুসন্ধান সেটাই আর একবার প্রমাণ করল।''

  • Link to this news (২৪ ঘন্টা)