জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: আগেরবারের তুলনায় এবার টাকা পরিমাণ অনেকটাই বেশি! রাজ্যগুলিকে কর বাবদ টাকা বন্টন করল কেন্দ্র। বাংলা কত পেল? ১৩ হাজার ১৭ কোটি টাকা। বাড়তি এই টাকা রাজ্যগুলিতে উন্নয়নে সাহায্য করবে বলে খবর।
ঘটনাটি ঠিক কী? স্রেফ বাংলা নয়, দেশের সমস্ত রাজ্য থেকে কর বা ট্যাক্স বাবদ টাকা সংগ্রহ করে কেন্দ্র। নিয়মমাফিক সেই টাকার একটি অংশ আবার ফিরিয়ে দেওয়া হয় রাজ্যগুলি। বিভিন্ন সময়ে কর বাবদ রাজ্যেগুলিকে প্রাপ্য টাকা বন্টন করা হয়। যেমনটা করা হল এবার। কেন্দ্রে হিসেব, এবার রাজ্যগুলি বন্টন করা হল ১ লক্ষ ৭০ হাজার ৩০ কোটি টাকা। এর আগে, ডিসেম্বরে কর বাবদ রাজ্যগুলিকে ৮৯, ০৮৬ কোটি বন্টন করেছিল কেন্দ্র।
এদিকে কেন্দ্রের বিরুদ্ধে বারবার বঞ্জনার অভিযোগ তোলেন মু্খ্যমন্ত্রী। বস্তুত, প্রধানমন্ত্রী আবাস যোজনার ধাঁচে এ রাজ্যে আবাস যোজনাও চালু করেছেন তিনি। নাম, 'বাংলার বাড়ি'। মুখ্যমন্ত্রীর অভিযোগ, 'আবাস যোজনায় বাংলার এক নম্বরে ছিল। তাও সত্ত্বেও টাকাটা দেওয়া হয়নি। ৩ বছর ধরে বাংলার গরীব মানুষগুলি বঞ্চিত হচ্ছে'। 'বাংলার বাড়ি' প্রকল্পে রাজ্য়ের ২১ জেলায় ১২ লক্ষ যোগ্য় পরিবারকে বাড়ি তৈরির জন্য় প্রথম কিস্তি ৬০ হাজার টাকা বন্টনের প্রক্রিয়ার শুরু হয়ে গিয়েছে।