• বাংলায় বামেরা ‘শূন্যই’ থাকল, 'লাল' কেরলে বিধায়ক পেয়ে গেল তৃণমূল, অভিষেকের খেলা?
    হিন্দুস্তান টাইমস | ১০ জানুয়ারি ২০২৫
  • বামেদের কেরলে 'সার্জিক্যাল স্ট্রাইক' চালাল তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরে যোগ দিলেন কেরলের নিলাম্বুরের নির্দল বিধায়ক পিভি আনবর। যিনি কট্টর বাম-বিরোধী হিসেবে পরিচিত। দিনকয়েক আগেই তাঁকে ডিভিশনাল ফরেস্ট অফিসারের অফিসে ভাঙচুরের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছিল পিনারাই বিজয়নের পুলিশ। জামিনে মুক্ত হওয়ার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন আনবর।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)