• সৌরভকে ১ টাকায় ৩৫০ একর জমি দেওয়ায় নিষেধাজ্ঞা আদালতের,বিশ বাঁও জলে ইস্পাত কারখানা
    হিন্দুস্তান টাইমস | ১০ জানুয়ারি ২০২৫
  • জমি জটে আবারও আঁধারে রাজ্যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের লৌহ ইস্পাত কারখানার ভবিষ্যৎ। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় সৌরভের সংস্থাকে ১ টাকার বিনিময়ে ৩৫০ একর জমি দেওয়ার সিদ্ধান্তে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচী জানিয়েছেন, ওই জমির বাজারমূল্য নির্ধারণ করবে কেন্দ্রীয় সংস্থা SEBI. তার পর নিলামে উঠবে সেই জমি। তখন যদি নিলামে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সংস্থা সর্বোচ্চ দর দিতে পারে তাহলে অবশ্যই জমির মালিক তারা হতে পারে।

    ২০২৩ সালের সেপ্টেম্বরে স্পেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসঙ্গী হন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানে তিনি ঘোষণা করেন শালবনিতে জিন্দলদের পরিত্যক্ত প্রকল্পের জমিতে বাড়ি তৈরির লোহার রডের কারখানা করতে চলেছেন তিনি। কারখানা তৈরি করতে লাগবে ৬ মাস। দ্রুত উৎপাদন শুরুর আশ্বাসও দেন তিনি। কিন্তু ৬ মাস কাটলেও কারখানা তৈরির কোনও রকম অগ্রগতি না হওয়ায় প্রশ্ন ওঠে। তখন সৌরভ জানান চন্দ্রকোণায় পরিত্যক্ত প্রয়াগ ফিল্ম সিটির জমিতে হবে কারখানা। সেজন্য ১ টাকার বিনিময়ে সৌরভের সংস্থাকে রাজ্য সরকার ৩৫০ একর জমি দিয়েছে বলেও জানা যায়।

    এর পরই রাজ্য সরকারের ওই পদক্ষেপকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন চিটফান্ড সংস্থা প্রয়াগে টাকা রেখে প্রতারিতরা। তাঁদের দাবি, ওই জমির বাজারমূল্য অনেক বেশি। বাজারমূল্যে জমি বিক্রি করে সেই টাকা ক্ষতিগ্রস্তদের মধ্যে বিলি করা হোক।

    সেই মামলায় বৃহস্পতিবার জয়মাল্য বিচারপতি নির্দেশ দিয়েছেন, প্রয়াগ ফিল্ম সিটির পুরো জমির বাজারমূল্য বার করতে হবে। সেই কাজ করবে কেন্দ্রীয় সংস্থা SEBI. তার পর সেই বাজারমূল্যের ওপর নিয়ম মেনে টেন্ডার ডেকে জমি বিক্রি করতে হবে রাজ্য সরকারকে। রাজ্য সরকারের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সংস্থার কী চুক্তি হয়েছে তা নিয়ে আদালত উৎসাহিত নয়। টেন্ডারে যে সর্বোচ্চ দর দেবে সে হবে জমির মালিক।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)