• দলবিরোধী কাজের অভিযোগ, আরাবুল ও শান্তনুকে সাসপেন্ড করল তৃণমূল
    এই সময় | ১০ জানুয়ারি ২০২৫
  • শান্তনু সেন ও আরাবুল ইসলামকে সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস। দলবিরোধী কাজের জন্যেই তাঁদেরকে সাসপেন্ড করা হয়েছে বলে খবর। তাঁদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠায় কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

    ভাঙড়ের ‘তাজা নেতা’ আরাবুল ইসলামকে এর আগেও সাসপেন্ড করে ছিল তৃণমূল কংগ্রেস। গত বছর ফেব্রুয়ারি মাসে এক আইএসএফ কর্মীকে খুনের অভিযোগে আরাবুলকে গ্রেপ্তার করা হয়েছিল। তার পরেই আরাবুলকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় দল। গত পঞ্চায়েত নির্বাচনের আগে সাসপেনশন তুলে নেওয়া হয় দলের তরফে। গত কয়েকদিন ভাঙড়ের রাজনীতিতে ফের প্রকাশ্যে আসে তৃণমূল বিধায়ক সওকত মোল্লা ও আরাবুলের দ্বন্দ্বের বিষয়টি। এর মাঝেই ফের আরাবুলকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল দল।

    অন্যদিকে, আরজি কর কাণ্ডের পরেই বেশ কিছু মন্তব্যের কারণে চিকিৎসক নেতা শান্তনু সেনকে মুখপাত্র পদ থেকে সরিয়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের পদ থেকেও বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। দলের অভ্যন্তরে বেশ কিছুদিন ধরেই তিনি কোণঠাসা হয়েছিলেন বলে দাবি করেন অনেক নেতাই। তাঁকেও সাসপেন্ড করার সিদ্ধান্ত জানাল তৃণমূল কংগ্রেস।

    সাসপেন্ড হওয়ার পর শান্তনু সেন বলেন, ‘কেন সাসপেন্ড করা হয়েছে সেটা যাঁরা করেছেন, তাঁরা বলতে পারবেন। দলের কোনও পদাধিকারীদের বিরুদ্ধে কোনও কথা বলব না। আমি শুরু থেকেই দলের ভালোর জন্যে কাজ করেছি। সরকারের ভালোর জন্য কাজ করেছি। আগামী দিনেও করে যাব। তবে দলবিরোধী কাজ করলে আমি ক্ষমা চাইতে রাজি আছি।’ অন্যদিকে আরাবুল ইসলাম বলেন, ‘এটা দলের সিদ্ধান্ত। আমার কিছু বলার নেই।’

  • Link to this news (এই সময়)