মালদার পর কোচবিহার। সীমান্তে কাঁটাতার লাগানোর সময় বাধা দেওয়ায় অভিযোগ। শুক্রবার কোচবিহার জেলার কুচলিবাড়ি থানার বাগডোগরা ফুলকাডাবড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় কাঁটাতার বসানো নিয়ে অশান্তি ছড়ায়। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গিয়েছে, ওই এলাকায় প্রায় সাড়ে তিন কিলোমিটার খোলা সীমান্ত রয়েছে। স্থানীয় গ্রামবাসীরা শুক্রবার সকালে নিজেদের উদ্যোগেই কাঁটাতারের বেড়া দিচ্ছিলেন। এর মধ্যেই বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী ও পারের কিছু দুষ্কৃতীদের নিয়ে এসে বাধা দেয়। সেই সময় প্রায় দেড় কিলোমিটার বেড়া দেওয়ার কাজ হয়ে গিয়েছিল। এর পর দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়।
গ্রামবাসীদের দাবি, নিজেদের নিরাপত্তার স্বার্থেই তারা সীমান্তে বেড়া দিচ্ছিলেন। বাকি আরও দু’কিমি এলাকায় বেড়া দেওয়ার কাজ শেষ করবেন বলেও জানানো হয়। বর্তমানে কাজটি বন্ধ রয়েছে। ঘটনার পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর এ দিন ফ্ল্যাগ মিটিং হয়।
উল্লেখ্য, কোচবিহার জেলায় ভারত ও বাংলাদেশের মধ্যে প্রায় ৫০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। তার মধ্যে খোলা সীমান্ত রয়েছে ৫০ কিলোমিটার। ওই খোলা জায়গা দিয়েই মাঝেমধ্যেই চোরাচালান হয়ে থাকে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, কাঁটাতারের বেড়া দেওয়া হলে সেই কাজে বাধা হবে জেনেই তা করতে দিচ্ছে না ওপারের দুষ্কৃতীরা। তাতে পেছন থেকে মদত দিচ্ছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীও।
বিএসএফের গোয়েন্দা বিভাগ জি ব্রাঞ্চ সূত্রে খবর, মালদার ভারত-বাংলাদেশ সুকদেবপুর সীমান্তে গোলমাল পাকাতে চাইছে বিজিবি। ভারতের ভূখণ্ডে কোনও সমস্যা না হলেও সীমান্তের ও পারে শিবগঞ্জ থানার মনকশা এলাকার বাংলাদেশিদের পরিকল্পনা মাফিক জড়ো করছে বর্ডার গার্ড অফ বাংলাদেশের সদস্যরা বলে অভিযোগ। যে কোনও মুহূর্তে একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি করার চেষ্টায় রয়েছে বর্ডার গার্ড অফ বাংলাদেশের সদস্যরা (বিজিবি)। শুক্রবার বৈষ্ণবনগর থানার বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের সুকদেবপুর ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বিএসএফের কড়া নজরদারি ছিল। যদিও সুকদেবপুর সীমান্তে এদিনও কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করতে পারে নি বিএসএফ।