• ১২ ও ১৯ জানুয়ারি গুরুত্বপূর্ণ রুটে মেট্রো পরিষেবা বন্ধ, ভোগান্তির আশঙ্কা যাত্রীদের
    এই সময় | ১১ জানুয়ারি ২০২৫
  • আগামী ১২ জানুয়ারি ও ১৯ জানুয়ারি হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে মেট্রো চলাচল বন্ধ থাকবে। লাইনে ইন্টারলকিংয়ের কাজ চলার কারণেই মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কলকাতা মেট্রো। 

    উল্লেখ্য, রবিবার গ্রিন লাইন-১, অর্থাৎ সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো পরিষেবা এমনিতেই বন্ধ থাকে। গ্রিন লাইন-২-এ দুপুর ২টো থেকে চালু হয় মেট্রো। কিন্তু ১২ এবং ১৯ তারিখ, অর্থাৎ দুই রবিবার ওই রুটে পুরোপুরি বন্ধ থাকছে মেট্রো পরিষেবা।

    হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত টানা মেট্রো পরিষেবা সম্প্রতি চালু হবে। সেই কারণে ওই রুটে ট্রায়াল চলবে। পাশাপাশি সম্পূর্ণ লাইনে ইন্টারলকিংয়ের কাজ করা হবে। ছুটির দিন দেখেই তাই মেট্রো পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুল-কলেজ, অফিস না থাকলেও ছুটির দিনে অন্যান্য কাজের জন্য বেরিয়ে অসুবিধায় পড়তে পারেন যাত্রীরা। 

  • Link to this news (এই সময়)