প্রসূতির মৃত্যুতে মেদিনীপুর মেডিক্যাল কলেজে তোলপাড়, তদন্তে স্বাস্থ্য দপ্তর
আজকাল | ১১ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মেদিনীপুর মেডিক্যাল কলেজে বিস্ফোরক ঘটনা। হাসপাতালে ভর্তি থাকা অবস্থাতেই মৃত্যু প্রসূতি মহিলার। অভিযোগের তীর হাসপাতালের মাতৃমা বিভাগের দিকে। অভিযোগ উঠেছে, বুধবার রাতে সিজার হওয়া ছ’জন প্রসূতি বৃহস্পতিবার সকাল থেকে গুরুতর অসুস্থ হতে শুরু করেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের স্থানান্তরিত করা হয় আইসিইউতে। তিনজনের অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে দেওয়া হয় তিনজনকে। তাঁদের মধ্যেই এক প্রসূতির মৃত্যু হয় শুক্রবার ভোরবেলা।
জানা গিয়েছে, মৃতার নাম মামণি রুইদাস। তাঁর স্বামীর নাম দেবাশিস রুইদাস। বুধবার রাতে সিজারের পর পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। তাঁর এক কন্যা সন্তানও আছে বলে জানা গিয়েছে। এদিকে প্রসূতির মৃত্যুর পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে। অভিযোগ ওঠে, ভুল স্যালাইন বা মেয়াদ উত্তীর্ণ স্যালাইন প্রয়োগের ফলেই মৃত্যু হয়েছে ওই মহিলার। একই কারণে, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি থাকা বাকি মহিলারাও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ঘটনায় কয়েকজন চিকিৎসকদের নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। চিন্তায় পড়েছেন রোগীর পরিবার-পরিজনেরাও। জানা গিয়েছে, মেদিনীপুর মেডিক্যাল কলেজের ঘটনা খতিয়ে দেখতে তদন্তে আসছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের একটি দল। পাশাপাশি ড্রাগ কন্ট্রোল অফিসের একটি দলও হাসপাতালে পৌঁছেছে ওষুধের নমুনা সংগ্রহ করার জন্য। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সারেঙ্গি জানান, যা ঘটেছে অত্যন্ত দুঃখজনক ঘটনা। বাকি রোগীদের সুস্থ করাই এখন প্রধান লক্ষ্য। পাশাপাশি ঘটনার তদন্ত চলবে।