• এসএনইউ-এর উদ্যোগ, মানব-স্বাস্থ্যের বর্তমান চ্য়ালেঞ্জ মোকাবিলা নিয়ে আন্তর্জাতিক আলোচনাসভা...
    আজকাল | ১১ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সাম্প্রতিককালে মানব স্বাস্থ্যের চ্যালেঞ্জ নিয়ে আলোচনাসভা 'এনএনইউ বায়োটক ২০২৫' আয়োজন করেছে সিস্টার নিবেদিতা ইউনির্ভাসিটি। আগামী ১৬ ও ১৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের নিউটাউন ক্যাম্পাসে এই সভার আয়োজন করা হয়েছে। 

    এনএনইউ-এর বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, অ্যাপ্লায়েড নিউট্রিশন এবং ডায়টেটিকস বিভাগসমুহের যৌথ উদ্যোগের এই আলোচনাসভায় দেশ-বিদেশ মিলিয়ে প্রায় ২০০ জনের বেশি পড়ুয়া, অধ্যাপক, গবেষক অংশগ্রহণ করবেন। সঙ্গে থাকবে ৪০ জন বিশিষ্ট বিজ্ঞানীর বক্তব্য। 

    দু'দিনের এই সম্মেলনে সেসুলার সিগন্যালিং, মেটাবলিজম, ইমিউনোলজির বিষয়ে গবেষণায় সাম্প্রতিক অগ্রগতির ভিত্তিতে মানব স্বাস্থ্য সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলা নিয়ে আলোচনা হবে। এই সম্মেলনের যুগ্ম আহ্বায়ক আলোচনাসভা সম্পর্কে জানিয়েছেন, ‘এই সম্মেলন কলেজ, বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য একটি প্রেরণা হিসাবে কাজ করবে।‘

    সম্মেলন সফল করতে আর্থিক সহযোগিতা করছে 'অনুসন্ধান ন্য়াশনাল রিসার্চ ফাউন্ডেশন'। 

    এসএনইউ বায়োটক ২০২৫ বিশ্ববিদ্য়ালয়ের নতুন উদ্ভাবনকে উৎসাহ দেবে ও বাস্তবে বৈজ্ঞানিক সহযোগিতার সুযোগ তৈরির প্রতি দিক নির্দেশ করবে বলেই মনে করা হচ্ছে।
  • Link to this news (আজকাল)