এই সময়: সোশ্যাল মিডিয়ায় খবরটা ছড়িয়ে পড়তে সময় লাগেনি। লিলুয়ার দিক থেকে হাওড়া স্টেশনে ঢোকার মুখে বেনারস রোড ওভারব্রিজের কাজের জন্য আজ, শনিবার এবং রবিবার কোনও ট্রেনই হাওড়া ঢুকতে পারবে না। তার বদলে এই দু’দিন পূর্ব রেলের হাওড়া ডিভিশনের লোকাল ট্রেন ছাড়বে লিলুয়া থেকে, আসবেও লিলুয়া পর্যন্ত। এমন প্রচারকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন পূর্ব রেলের কর্তারা।
সোশ্যাল মিডিয়ায় প্রচারিত গুজবের বিরোধিতা করে পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত বলেন, ‘পূর্ব রেল প্রথমে সিদ্ধান্ত নিয়েছিল নতুন ব্রিজ তৈরির জন্য ২১ ডিসেম্বর থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে ৩০টি আপ ও ৩০টি ডাউন মিলিয়ে প্রতিদিন মোট ৬০টি লোকাল ট্রেন বাতিল থাকবে। আমরা জানতাম এত ট্রেন বাতিল থাকলে যাত্রীদের অসুবিধা হবে। তাই পরে ২৮ ডিসেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সময়ের জন্য প্রতিদিন চারটি আপ ও চারটি ডাউন মিলিয়ে মোট লোকাল আটটি ট্রেন চালানো চালানোর কথা ঘোষণা হয়।’ সংস্থা জানিয়েছে পুনর্বহাল হওয়া এই ট্রেনগুলোর সব ক’টাই হাওড়া–ব্যান্ডেল লোকাল।
পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, বেনারস রোড ওভারব্রিজটি একশো বছেরও বেশি পুরোনো এবং ওই সেতুটির অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছিল। এই কারণেই যাতে কোনও দুর্ঘটনা না ঘটে তার জন্যই একটি নতুন বো স্ট্রিং গার্ডার ব্রিজ তৈরির পরিকল্পনা করা হয়েছিল। নির্মাণের জন্য প্রতিদিন বহু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।