• ডাক্তারির বিদেশি ডিগ্রিধারীদের জন্য ইন্টার্নশিপ রাজ্যে
    এই সময় | ১১ জানুয়ারি ২০২৫
  • এই সময়: এক বছরের বেশি, কিন্তু পাঁচ বছরের কম পুরোনো মেডিক্যাল কলেজ রয়েছে রাজ্যে মোট ছ’টি। এর মধ্যে রয়েছে একটি বেসরকারি কলেজও। এখনও পর্যন্ত এমবিবিএসের প্রথম ব্যাচ এই সব কলেজ থেকে বেরোয়নি। ফলে জুনিয়র ডাক্তারও নেই সেই সব মেডিক্যাল কলেজে।

    অথচ জুনিয়র ডাক্তার থাকলে চিকিৎসা পরিষেবায় সুবিধা হয় হাসপাতালে। তাই এ বার ওই ছ’টি মেডিক্যাল কলেজে ইন্টার্নশিপের দরজা খুলে দেওয়া হলো ডাক্তারির বিদেশি ডিগ্রিধারীদের জন্য।

    রাশিয়া, চিন, ইউক্রেন–সহ বিদেশ থেকে ডাক্তারি পাশ করে আসা যে সব প্রার্থী অতিমারী, যুদ্ধ ইত্যাদি কারণে ইন্টার্নশিপ করে উঠতে পারেননি, তাঁদেরকেই মূলত ইন্টার্নশিপের সুযোগ করে দেওয়া হলো নতুন মেডিক্যাল কলেজগুলিতে। এতে একদিকে যেমন ওই সব প্রার্থীদের সমস্যাও মিটবে, তেমনই মেডিক্যাল কলেজগুলিতেও অনেকটাই মিটবে জুনিয়র ডাক্তারদের লোকবলের সমস্যা।

    তবে পশ্চিমবঙ্গের ডোমিসাইল সার্টিফিকেট রয়েছে, এমন যে সব প্রার্থী ফরেন মেডিক্যাল গ্র্যাজুয়েট এগজ়ামিনেশন (এফএমজিই) পাশ করেছেন, একমাত্র তাঁদেরই সুযোগ দেওয়া হবে মেডিক্যাল কলেজগুলিতে। বিদেশ থেকে ডাক্তারি ডিগ্রি হাসিল করার পর এফএমজিই পাশ করলে তবেই ভারতে ডাক্তারির অনুমতি মেলে। তবে এ রাজ্যের ডোমিসাইল সার্টিফিকেট নেই, এমন প্রার্থীরা বেসরকারি কলেজে আবেদন জানাতে পারবেন।

    স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী ১৯ জানুয়ারির মধ্যে আবেদন জানাতে হবে। যে সব কলেজে ইন্টার্নশিপের সুযোগ মিলবে, সেগুলি হলো কোচবিহারের এমজেএন মেডিক্যাল কলেজ, পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ, রায়গঞ্জ মেডিক্যাল কলেজ, আরামবাগের প্রফুল্লচন্দ্র সেন মেডিক্যাল কলেজ, ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ এবং শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ (বেসরকারি)।

    আগামী ২২ জানুয়ারি নির্বাচিত প্রার্থীদের নাম প্রকাশ করা হবে। কে কোন মেডিক্যাল কলেজে ইন্টার্নশিপ করবেন, সেই তালিকা বেরোবে ২৭ জানুয়ারি। তালিকাটি ২৮ জানুয়ারি স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইট থেকেও দেখা যাবে। নথি এবং তথ্য যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন হবে ৩১ জানুয়ারির মধ্যে।

  • Link to this news (এই সময়)