• সাগরমুখী সন্ন্যাসীও সুস্থ হলেন অভিষেকের ‘সেবাশ্রয়ে’
    এই সময় | ১১ জানুয়ারি ২০২৫
  • এই সময়: গঙ্গাসাগর যাওয়ার পথে আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন এক বৃদ্ধ সন্ন্যাসী। শুক্রবার তাঁরও চিকিৎসা হলো ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া ‘সেবাশ্রয়’ কর্মসূচিতে। সেখানে চিকিৎসার পরে আপাতত সুস্থ ওই সন্ন্যাসী। জানা গিয়েছে, বছর সত্তরের ওই সন্ন্যাসীর নাম গুণধর পাইন। ডায়মন্ড হারবারে ‘সেবাশ্রয়’ ক্যাম্পের চিকিৎসকরা ওই সন্ন্যাসীর পেটে ব্যথার কথা শুনে ইউএসজি–র ব্যবস্থা করেন এবং প্রয়োজনীয় ওষুধও দেন।

    অভিষেকের উদ্যোগে ডায়মন্ড হারবারে ‘সেবাশ্রয়’ কর্মসূচি চালু হওয়ার পর সেখানে একাধিক সঙ্কটাপন্ন রোগীর চিকিৎসা হয়েছে। জরুরি পরিষেবায় যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য প্রতিটি ক্যাম্পে অ্যাম্বুল্যান্স রাখা হয়েছে। সম্প্রতি খেলতে গিয়ে একটি পাঁচ টাকার কয়েন গিলে ফেলেছিল সাত বছরের এক শিশু। তারও চিকিৎসা হয়েছে ডায়মন্ড হারবার বিধানসভার বসুলডাঙা ‘সেবাশ্রয়’ ক্যাম্পে।

    একরত্তি শিশুটি সুুস্থ হয়ে ওঠার পর তার বাবা হোসেন খান আবেগ চেপে না রেখে বলেছিলেন, ‘কয়েন গিলে ফে‍লার পর ছেলেকে নিয়ে প্রথমে বসুলডাঙায় যাই। সেখান থেকে সেবাশ্রয় ক্যাম্পে এলে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। সব চিকিৎসা হয়েছে। ছেলে এখন সুস্থ।’

    শুক্রবার ‘সেবাশ্রয়’ ক্যাম্পের ডাক্তারদের চিকিৎসায় সুস্থ হয়ে ওঠা বৃদ্ধ সন্ন্যাসীও আপ্লুত। তিনি বলেন, ‘সাগরে গিয়ে আমার শরীর খারাপ হয়ে গিয়েছিল। ডাক্তারবাবুরা আমার পেটের স্ক্যান করেছেন, ওষুধ দিয়েছেন। এখন আমি কিছুটা ভালো অনুভব করছি। খুব তাড়াতাড়ি বাড়ি যাব। অভিষেক বাবার জয় হোক, আমাকে ভালো করে দিয়েছেন।’

    ডায়মন্ড হারবারের ‘সেবাশ্রয়’ ক্যাম্প সম্পর্কে অভিষেক শুক্রবার এক্স হ্যান্ডলে লেখেন, ‘সেবাশ্রয় কেবলমাত্র একটি চিকিৎসা পরিষেবা উদ্যোগ নয়, এটা একটা বিপ্লব।’ তাঁর মতে, ‘চিকিৎসা পরিষেবা পাওয়া প্রতিটি মানুষের অধিকার। কারণ, প্রতিটি জীবন গুরুত্বপূর্ণ।’ জানা গিয়েছে, ‘সেবাশ্রয়’–এর ৪১টি ক্যাম্পে গত ন’দিনে ৪৭,০২১ জন রোগীর চিকিৎসা হয়েছে। ৩৪,০৮৬ জন বিনামূ‍ল্যে প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন সেবাশ্রয় থেকে।

  • Link to this news (এই সময়)