• মরশুমের শীতলতম দিন পেল কলকাতা, কনকনে ঠান্ডার মধ্যেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা...
    আজকাল | ১১ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ কলকাতায় মরশুমের শীতলতম দিন আজ অর্থাৎ শনিবার ১১ জানুয়ারি। সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেল ১২ ডিগ্রির ঘরে। হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার শহর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.‌৬ ডিগ্রিতে। যা স্বাভাবিকের চেয়ে ১.‌২ ডিগ্রি কম। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। তবে আগামী সপ্তাহের শুরুতে একাধিক জেলায় থাকছে বৃষ্টির সম্ভাবনা।

    হাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। যদিও তারপর তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। 

    দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে রবি ও সোমবার দার্জিলিং ও কালিম্পংয়ের কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ে হতে পারে তুষারপাত। 

    জানা গেছে, রবিবার দুপুরের পর থেকে ক্রমশ কমবে উত্তুরে হওয়ার দাপট। বাড়বে পূবালী হাওয়ার প্রভাব। বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প ঢুকবে। আংশিক মেঘলা থাকবে আকাশ। রাতের তাপমাত্রা বাড়বে। নতুন সপ্তাহের শুরুতেই তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রবিবার বাড়বে কুয়াশা। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনায়। কলকাতা–সহ বাকি জেলাতেও সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশায় উত্তরবঙ্গের দৃশ্যমানতা নামবে ৫০ মিটারের কাছাকাছি। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুরে ঘন কুয়াশা থাকবে।

    এদিকে, পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা শনিবার ৬.৫ ডিগ্রি। দার্জিলিঙের (৫ ডিগ্রি) সঙ্গে ব্যবধান মাত্র দেড় ডিগ্রির। 
  • Link to this news (আজকাল)