বড় ম্যাচের দিন যুবভারতীর সামনে দুর্ঘটনা, উল্টে গেল গাড়ি
আজকাল | ১১ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বড় ম্যাচ হতে চলেছে গুয়াহাটিতে। কিন্তু বড় ম্যাচের দিন সকালে যুবভারতীর সামনে দুর্ঘটনা। উল্টে গেল গাড়ি।
জানা গেছে শনিবার সকালে যুবভারতী স্টেডিয়ামের পাঁচ নম্বর গেটের সামনে একটি গাড়ি ধাক্কা মারে একটি পোস্টে। এরপর ডিভাইডারে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি। চালক ও এক আরোহীকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে যায় বেলেঘাটা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে উল্টোডাঙার দিক থেকে একটি প্রাইভেট গাড়ি বেপরোয়া গতিতে ছুটে আসছিল। যুবভারতী স্টেডিয়ামের পাঁচ নম্বর গেটের সামনে একটি পোস্টে ধাক্কা মারে গাড়িটি। তারপর ধাক্কা ডিভাইডারে। ধাক্কার জেরে দুমড়ে মুচড়ে যায় পোলটি। নিয়ন্ত্রণ হারিয়ে কিছুটা দূরেই উল্টে যায় গাড়িটি। গাড়িটিরও বেশ ক্ষতি হয়েছে। তবে হতাহতের খবর নেই। পুলিশের দাবি, চালক ও আরোহী দু’জনেই মদ্যপ ছিলেন। তার উপর অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিলেন চালক। দু’জনকেই উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটি।
প্রসঙ্গত, শুক্রবারই বড়বাজারের কাছে যাত্রীবাহী বাসের বেপরোয়া গতির বলি হন এক মহিলা। তার আগে তেলেঙ্গাবাগানে দুই বাসের রেষারেষির জেরে মারা যান একজন। তারপরেও বেপরোয়া গতিতে রাশ টানা যাচ্ছে না।