• ট্যাঙ্কে গোলাপি জল: আরামবাগের স্কুলে আতঙ্কে গরহাজির অনেক পড়ুয়া
    বর্তমান | ১১ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: ট্যাঙ্কে গোলাপি জলের ঘটনায় আরামবাগের ডিহি বাগনান প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবারও ছিল চাপা আতঙ্ক। এদিন স্কুলে পড়ুয়াদের উপস্থিতিও ছিল নগন্য। হাইস্কুল থেকে জল এনে রান্না করা হয় মিড ডে মিল। তবে তা খাওয়া নিয়ে চলে টালবাহানা। অভিভাবকদের অনেকেই ছাত্রছাত্রীদের মিড ডে মিল খাওয়াতে রাজি হননি। তাঁরা দ্রুত সাবমার্সিবল পাম্প সহ পৃথক ট্যাঙ্ক বসানোর দাবি জানিয়েছেন। খবর পেয়ে স্কুলে যান গৌরহাটি-১ পঞ্চায়েতের প্রধান জ্যোৎস্নারা বেগম। তিনি অভিভাবকদের আশ্বস্ত করেন।


    ডিহিবাগনান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধুমোহন নন্দী বলেন, ট্যাঙ্কে জলের রং গোলাপি দেখার পর এখনও অনেকের মনেই সন্দেহ থেকে গিয়েছে। তাই পড়ুয়াদের উপস্থিতি কম ছিল। মিড ডে মিলের খাবার খেয়ে পরীক্ষা করে দেখা হয়েছে। তারপর অভিভাবকদের বোঝানো হয়। অবশেষে কিছু পড়ুয়া মিড ডে মিল খায়।  


    প্রধান বলেন, অভিভাবকদের মধ্যে ওই ট্যাঙ্ক নিয়ে আতঙ্ক রয়েছে। তাই তাঁদের দাবিমতো জলের ট্যাঙ্ক দ্রুত বদলে দেওয়া হবে। তারপর সেই ট্যাঙ্ক স্কুল বিল্ডিংয়ের ছাদে তুলে দেওয়া হবে। যাতে এই ধরনের ঘটনা এড়ানো যায়। তারসঙ্গে সাবমার্সিবল পাম্প বসানো ও পাঁচিল নির্মাণের ব্যাপারটি প্রশাসনকে জানানো হচ্ছে। যাতে সেই প্রকল্পগুলিও দ্রুত করা যায় সেই ব্যাপারে তদ্বির করা হবে। 


    উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে স্কুল খোলার আগেই সেখানকার ট্যাঙ্কের জল গোলাপি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তারপর স্কুল কর্তৃপক্ষ জল ব্যবহার করেনি। এমনকী, বিপদ এড়াতে স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়। প্রশাসনের সবস্তরে জানিয়ে মিড ডে মিল রান্নাও হয়নি। খবর পেয়ে পুলিস প্রশাসনের আধিকারিকরাও যান। ট্যাঙ্ক থেকে জলের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠায় প্রশাসন। যদিও তার রিপোর্ট এদিন পর্যন্ত আসেনি। 


    ইতিমধ্যে স্কুল কর্তৃপক্ষ জলের ট্যাঙ্কটি পরিষ্কার করায়। কিন্তু, তাতেও আতঙ্ক কাটানো যায়নি অভিভাবকদের একাংশের। স্কুল সূত্রে জানা গিয়েছে, ওই প্রাথমিক বিদ্যালয়ে ৮০ জন পড়ুয়া। তারমধ্যে এদিন ২৬ জন স্কুলে এসেছিল। এদিন পার্শবর্তী হাইস্কুল থেকে জল এনে মিড ডে মিলের রান্না করানো হয়। পঠনপাঠন চললেও মিড ডে মিল খাওয়া নিয়ে টানাপোড়েন চলে। স্কুলের শিক্ষক ও পঞ্চায়েতের প্রধান মিড ডে মিল খাওয়ানোর জন্য অনুরোধ করেন। কিন্তু, তাতেও অভিভাবকদের অনেকেই রাজি হননি।অভিভাবকদের অনেকেই বলেন, স্কুলের ট্যাঙ্কে গোলাপি রঙের জল দেখার পর থেকে আমরা আতঙ্কিত। ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে গিয়ে সুরক্ষা নিয়ে চিন্তা করতে হচ্ছে। দ্রুত যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় তার আর্জি প্রশাসনের কাছে জানানো হয়েছে। • অভিভাবকদের সঙ্গে কথা বলছেন পঞ্চায়েত প্রধান। -নিজস্ব চিত্র 
  • Link to this news (বর্তমান)