মেদিনীপুর কলেজের গার্লস হস্টেলের রাঁধুনির দেহ উদ্ধার
বর্তমান | ১১ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: শুক্রবার মেদিনীপুর কলেজের গার্লস হস্টেলের শৌচাগার থেকে রাঁধুনির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম ক্ষুদিরাম সোরেন(৫৫)। তাঁর বাড়ি মেদিনীপুর শহরে। তিনি মেদিনীপুর কলেজের গার্লস হস্টেলে রান্না করতেন। পুলিস ও কলেজ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে হস্টেলের অন্যান্য কর্মীরা তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান। খবর পেয়ে পুলিস দেহটি উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিসের অনুমান, মানসিক অবসাদের জেরেই তিনি আত্মঘাতী হয়েছেন। খড়্গপুর আইআইটির শিক্ষাকর্মীর দেহ উদ্ধার: খড়্গপুর আইআইটির এক শিক্ষাকর্মীর মৃত্যুতে চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম সাকির আলি মোল্লা(২৯)। তিনি রসায়ন বিভাগের জুনিয়র টেকনিশিয়ান ছিলেন। আইআইটি সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে কোয়ার্টার থেকেই তাঁর দেহ উদ্ধার করে খড়্গপুর টাউন থানার পুলিস। খড়্গপুর আইআইটি জানিয়েছে, ইতিমধ্যেই কাউন্সেলিং পরিষেবা ও সহায়তা ব্যবস্থা চালু করা হয়েছে। পড়ুয়া ও কর্মীদের প্রয়োজনে এই পরিষেবাগুলি ব্যবহার করার জন্য অনুরোধ করা হচ্ছে।