• নকআউট ফুটবলে জয়ী বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমি
    বর্তমান | ১১ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, বহরমপুর: ভাবতা লোটাস ক্লাব পরিচালিত ৩৪তম নকআউট ফুটবল টুর্নামেন্টে এবারের চ্যাম্পিয়ন হল বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমি। সুমিত মজুমদারের জোড়া গোলে বিধানগর স্পোর্টস অ্যাকাডেমি ট্রফি জেতে। ভাবতা লোটাস ক্লাব ঘরের মাঠেই ২-০ গোলে পরাজিত হয়। বার কয়েক গোলের মুখ খোলার চেষ্টা করেও ব্যর্থ হয় ভাবতা লোটাস ক্লাব। বিজয়ী দলকে ট্রফি সহ নগদ ৬০ হাজার টাকা পুরস্কার তুলে দেওয়া হয়। পরিজিত দল ট্রফি ও নগদ ৪০ হাজার টাকার আর্থিক পুরস্কার পেয়েছে।


    ২০২৪ সালের ২১ ডিসেম্বর ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসা মাঠে শুরু হয়েছিল আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট। ফাইনালে উঠে ভাবতা লোটাস ক্লাব ও বিধাবনগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমি। শুক্রবার কানায় কানায় ভরা মাঠে বিকেল ৩টে ২০ মিনিটে ৩৪টি সাদা পায়রা উড়িয়ে খেলা শুরু করেন আমন্ত্রিত অতিথি ও ক্লাব কর্তারা। প্রথমার্ধ কেউ গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে ৪ মিনিটের মাথায় সুমিত মজুমদার প্রথম গোল করেন। ২৮ মিনিটে আবার তিনি গোল করেন। ম্যাচের সেরা হন সুমিত মজুমদার। 


    টুর্নামেন্ট কমিটির সভাপতি মাহাবুব আলম( সোহেল) বলেন, লোটাস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট দেখতে সারা বছর ফুটবল প্রেমীরা অপেক্ষায় থাকেন। টুর্নামেন্ট কমিটির সম্পাদক মহম্মদ কাওসার আলি বলেন, প্রায় ২০ হাজার মানুষ মাঠে খেলা দেখতে এসেছিল। আমরা এই টুর্নামেন্ট আরও জনপ্রিয় করার চেষ্টা করব। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, বেলডাঙার বিধায়ক হাসানুজ্জামান শেখ। বেলডাঙা থানার আইসি জামালুদ্দিন মণ্ডল। খেলার মাঠে বসেই সভাধিপতি বেলডাঙায় স্টেডিয়াম তৈরির প্রতিশ্রুতি দিলেন। বিধায়ক হাসানুজ্জামান শেখ মাঠে আর একটি হাই মাস্ট লাইট বসানোর প্রতিশ্রুতি দেন। • নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)