ইস্কোর টাউন সার্ভিসেস অফিসের সামনে ধর্নায় কাজ হারানো ৭ শ্রমিক
বর্তমান | ১১ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: দু’দিন ধরে ইস্কো টাউন সার্ভিসেস অফিসের সামনে ধর্নায় বসেছেন কাজ হারানো সাতজন শ্রমিক। অভিযোগ, ঠিকাদারের অধীনে ১২-১৩ বছর ধরে কাজ করা এই শ্রমিকদের হঠাৎ করেই কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। তাঁদের অভিযোগ, রবিবার ফোন করে জানানো হয় সোমবার থেকে আর কাজে আসতে হবে না। তার প্রতিবাদে বৃহস্পতিবার থেকে ইস্কো টাউন অফিসের সামনে ধর্নায় বসেন এক মহিলা সহ সাত শ্রমিক।
জানা গিয়েছে, কাজ হারানোর তালিকায় রয়েছেন ইস্কোর টাউন সার্ভিসের চিফ জেনারেল ম্যানেজারের গাড়ি চালকও। তাঁদের দাবি, কী ‘অপরাধে’ আমাদের কাজ গেল তা জানানো হোক। শ্রমিকদের এই আন্দোলনে পাশে দাঁড়িয়েছে বিএমএস। যদিও বিষয়টি নিয়ে ইস্কো টাউন সার্ভিসের সিজিএম বিনোদ কুমারকে ফোন করলে ‘ব্যস্ত আছি’ বলে ফোন কেটে দেন।