• বর্জ্য প্লাস্টিক ব্যবহার করে প্রথম রাস্তা তৈরি হচ্ছে ঝাড়গ্রামে  
    বর্তমান | ১১ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রামে এই প্রথম পিচের সঙ্গে বর্জ্য প্লাস্টিক মিশিয়ে রাস্তা তৈরি হচ্ছে। বিনপুর-২ ব্লকের সান্দাপাড়া থেকে ২ কিমি পিচ রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। সাঁকরাইল প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট থেকে এই পিচ নিয়ে আসা হয়েছে। জেলায় নতুন রাস্তা ও পুরনো রাস্তা সংস্কারের কাজে এবার বর্জ্য প্লাস্টিক ব্যাবহৃত হবে। ন্যাশনাল গ্ৰিন ট্রাইব্যুনালের নির্দেশ মেনে প্লাস্টিক বর্জ্য ব্যবহার করে রাস্তা নির্মাণের কাজ হচ্ছে। প্লাস্টিকের ক্ষয় হয় না বললেই চলে। প্লাস্টিকের বহুল ব্যবহার পরিবেশের ক্ষতি করে। আবার বর্জ্য প্লাস্টিক ব্যবহার করে রাস্তা নির্মাণ করা হলে তা অনেক টেকসই হয়। পিচের প্রধান শত্রু জল। প্লাস্টিক বর্জ্য ব্যবহার করলে পিচ সহজে নষ্ট হয় না। রাস্তা দীর্ঘদিন টিকে থাকে। প্রক্রিয়াজাত বর্জ্য প্লাস্টিক ব্যবহারে পরিবেশ দূষণও কমে। ঝাড়গ্রাম জেলায় প্লাস্টিক বর্জ্য প্রক্রিয়াকরণের চারটি প্ল্যান্ট তৈরি করা হয়েছে। রাস্তা তৈরির জন্য  সাঁকরাইল বর্জ্য প্ল্যান্ট থেকে আনা প্রক্রিয়াজাত প্লাস্টিক ব্যবহার হচ্ছে। প্লাস্টিক বর্জ্য দিয়ে রাস্তা তৈরি করে ঝাড়গ্রাম জেলা এবার নজির স্থাপন করল। জেলার রাস্তা তৈরিতে আরও বেশি করে পিচ ও প্লাস্টিকের মিশ্রণ এবার ব্যবহার করা হবে। ঝাড়গ্রাম জেলা পরিষদের এইও(এডিএম) দিলীপ মিশ্র বলেন,  পিচ ও প্লাস্টিক বর্জ্য মিশ্রণে বিনপুর-২ ব্লকে ২.৪৬ কিমি রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। প্রকল্পের কাজে ২ কোটি ৪ লক্ষ টাকার ওপর ব্যয় হচ্ছে।
  • Link to this news (বর্তমান)