• বুদবুদে বর্ধমানমুখী বাসযাত্রীদের জন্য নেই প্রতীক্ষালয়, নিত্য দুর্ভোগ
    বর্তমান | ১১ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, মানকর: বাসস্ট্যান্ড রয়েছে। নিয়মিত বাসও থামে। তবে বুদবুদে বর্ধমানমুখী নিত্যযাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ধমানের দিকে যেতে কোনও ছাউনি দেওয়া প্রতীক্ষালয় না থাকায় রোদে দাঁড়িয়ে থাকতে হয় যাত্রীদের। বৃষ্টির সময় বাধ্য হয়ে রাস্তার পাশে দোকান ঘরে আশ্রয় নিতে হয়। যাত্রীদের দাবি, দুর্গাপুরগামী রাস্তার পাশেই যেমন বাসস্ট্যান্ডে বসার জায়গা রয়েছে। উল্টো দিকেও ছাউনি দিয়ে তা করা হোক। 


    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুদবুদের উপর দিয়ে আসানসোল, বরাকর থেকে শুরু করে কাটোয়া, নবদ্বীপ, পুরুলিয়া পর্যন্ত দূরপাল্লার বাস চলাচল করে। ৮০ থেকে ৯০টি বাস বুদবুদের ভিতর দিয়ে যায়। প্রতিদিন কয়েক হাজার মানুষ বুদবুদ বাসস্ট্যান্ড থেকে বাস ধরেন। কিন্তু বর্ধমানগামী বাসগুলি যেখানে দাঁড়ায় সেখানে কোনও ছাউনি না থাকায় যাত্রীদের অসুবিধার মুখে পড়তে হচ্ছে। নিত্যযাত্রী নারায়ণ ঘোষ বলেন, বুদবুদ এমনিতেই ব্যবসা সমৃদ্ধ জায়গা। পানাগড় সেনা ছাউনির বহু সৈনিক বুদবুদে বাস করেন। ফলে বুদবুদের লোক সংখ্যা বাড়ছে। এখানে রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাঙ্ক সহ নানা সরকারি অফিস। তাই প্রতিদিন বিভিন্ন দরকারে সকাল হলেই লোকজনের ভিড় জমে বুদবুদে। এলাকার বাসিন্দাদের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম বাস। কিন্তু বুদবুদ স্ট্যান্ডের বর্ধমানগামী স্টপেজের পরিকাঠামো নেই বললেই চলে। বাসযাত্রী বিকাশ মণ্ডল বলেন, বর্ধমানগামী রাস্তায় বাসস্ট্যান্ডে ছাউনি নেই। স্ট্যান্ডে থাকা একটি গাছের ছায়াতেই গ্রীষ্মকালে আশ্রয় নিতে হয়। তবে বৃষ্টি পড়লে সমস্যা হয়। সেই সময় রাস্তার ধারে থাকা দোকানগুলিতে বাধ্য হয়ে দাঁড়াতে হয়। তাতে ব্যবসায়ীদেরও কাজ করতে গিয়ে অসুবিধা হয়। বাসযাত্রী সুস্মিতা সাহা বলেন, দীর্ঘদিন থেকে বহু মানুষের অসুবিধা হচ্ছে। অথচ বাসস্ট্যান্ড করার কোনও পরিকল্পনা চোখে পড়ছে না। সমস্যার সমাধান হওয়া দরকার। বুদবুদ চেম্বার অব কমার্সের সভাপতি রতন সাহা জানান, প্রশাসনের কাছে বর্ধমানগামী যাত্রীদের জন্য ছাউনি নিয়ে একাধিকবার আবেদন করা হয়েছে। বুদবুদ পঞ্চায়েতের উপপ্রধান রুদ্রপ্রসাদ কুণ্ডু বলেন, বিষয়টি আমাদের পরিকল্পনায় আছে। পিডব্লুডি সংস্কারের কাজ করছে। তা শেষ হলে আমাদের পরিকল্পনার বাস্তবায়ন হবে।
  • Link to this news (বর্তমান)