• দুর্গাপুর এনআইটির ক্যান্টিনে কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ
    বর্তমান | ১১ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, দুর্গাপুর: শুক্রবার দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির(এনআইটি) ক্যান্টিনের কর্মীদের ‘ছাঁটাই’য়ের প্রতিবাদে কর্মীরা বিক্ষোভ দেখান। এনআইটির গেটের সামনে বিক্ষোভ চলতে থাকে। বিক্ষোভে শামিল হন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই।


    বিক্ষোভকারীদের অভিযোগ, এনআইটি কর্তৃপক্ষ চক্রান্ত করে তাঁদের ছাঁটাই শুরু করেছে। তাঁদের দাবি, কর্মচ্যুত কর্মীদের পুনর্বহাল করতে হবে। এনআইটি কর্তৃপক্ষের দাবি, ক্যান্টিন সংস্কারের কাজ চলায় এখন ক্যান্টিন বন্ধ রয়েছে।


    বিক্ষোভকারী কর্মীদের সূত্রে জানা গিয়েছে, তাঁরা ওই ক্যান্টিনে ২০০৩ সাল থেকে কাজ করছেন। সেই সময় থেকে ৩৭ জন কর্মী ক্যান্টিনে কাজ করছেন। তাঁরা স্থায়ীকরণের জন্য উচ্চ আদালতে মামলাও করেছিলেন। অভিযোগ, এনআইটি কর্তৃপক্ষ ওই মামলায় উপস্থিত না হয়ে গতবছর ১২জন কর্মীর বিরুদ্ধে দুর্গাপুর থানায় মিথ্যা মামলা করে। ১২জনকে ছাঁটাই করা হয়েছে ইতিমধ্যেই। বাকি ২৫ জনকে আগামী তিনমাসের মধ্যে ছাঁটাই করার হুঁশিয়ারি দিয়েছে এনআইটি কর্তৃপক্ষ বলে অভিযোগ।


    বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই বলেন, কেন কর্মচ্যুত করা হয়েছে কর্তৃপক্ষের কাছে জানব। এইভাবে ছাঁটাই করা যায় না। দ্রুত পুনর্বহাল না করলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে বিষয়টি জানাব। এনিয়ে এনআইটির ডিরেক্টর অরবিন্দ চৌবে বলেন, হোস্টেলের ক্যান্টিনগুলি বর্তমানে পড়ুয়ারা চালাচ্ছে। ক্যান্টিনে সংস্কারের কাজ হচ্ছে বলে এখন বন্ধ আছে। কাউকে ছাঁটাই করা হয়নি।
  • Link to this news (বর্তমান)