সংবাদদাতা, কাটোয়া: শুক্রবার আপ কাটোয়া-ব্যান্ডেল লোকাল ট্রেনের কামরার মধ্যে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। ভর্তি কামরায় কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হল তা নিয়ে রহস্য দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানাগিয়েছে, এদিন দুপুরে কাটোয়া স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ঢোকে। পঞ্চম কামরায় ওই ব্যক্তি রয়েছেন বলে আগেই রেল পুলিস খবর পায়। তাঁরা চিকিৎসক নিয়ে কামরায় উঠে দেখেন ওই যাত্রী সিটের মধ্যে পড়ে রয়েছেন। যাত্রীদের একাংশ বলছেন, ওই ব্যক্তিকে ব্যান্ডেলের পর থেকেই শুয়ে থাকতে দেখা গিয়েছে। কিন্তু তিনি মৃত কি না তা নিশ্চিত হওয়া যায়নি। রেলের চিকিৎসক পরীক্ষার পর তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।