সংবাদদাতা, কালনা: বিজ্ঞান ভিত্তিক চাষ করে মৎস্যজীবীদের আয় বাড়ানোর লক্ষ্যে নাদনঘাট কোবলায় তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা শেষ হল শুক্রবার। মৎস্যজীবী সবমায় সমিতিতে ওই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন, বিডিও সঞ্জয় সেনাপতি, পশ্চিম বর্ধমান জেলার সহ মৎস্য অধিকর্তা দিলীপকুমার মণ্ডল, দুই মৎস্য বিজ্ঞানী গৌরাঙ্গ বিশ্বাস ও দিলীপকুমার সিংহ প্রমুখ। ৩০জন মৎস্যজীবী এই প্রশিক্ষণ শিবিরে অংশ নেন। প্রশিক্ষণে আধুনিক পদ্ধতিতে স্থানীয় ও দেশি মাছের চাষ করা হাতে কমলে শেখানো হয়। এতে আয় অনেকটাই বাড়বে। বর্ষায় ক্ষতির সম্ভবনাও কম থাকবে। এছাড়াও বাড়িতে কীভাবে মাছের খাবার তৈরি করা, মাটি ও জল পরীক্ষা করা যায়, তারও প্রশিক্ষণ দেওয়া হয়। মৎস্যজীবীদের জল, মাটি পরীক্ষার জন্য কিট ও বই দেওয়া হয়।
পূর্বস্থলী-১ ব্লক মৎস্য সম্প্রসারণ আধিকারিক মৃত্যুঞ্জয় দেবনাথ বলেন, কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থান ও রাজ্য মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে তিন দিনের এই প্রশিক্ষণ শিবির হয়। মৎস্যজীবীদের বিজ্ঞান ভিত্তিক মিশ্র পদ্ধতিতে কীভাবে মাছ চাষ করে বেশি আয় করা যায় তা হাতে কলমে শেখানো হয়।