চিত্তরঞ্জনের লেকে ওষুধ ঢেলে মারা হচ্ছে মাছ, অভিযোগ ঘিরে শোরগোল
বর্তমান | ১১ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: চিত্তরঞ্জনের লেকে ওষুধ ঢেলে মারা হচ্ছে মাছ। চাঞ্চল্যকর অভিযোগে শোরগোল পড়েছে রেল শহরে। চিত্তরঞ্জনের সিমজুড়ি-ফতেপুর বিশাল লেকে এই সময়ে ভিড় জমিয়েছে পরিযায়ী পাখির দল। সেই লেকেই ওষুধ কাণ্ড ঘিরে উদ্বিগ্ন বনদপ্তরও। শুক্রবার বনদপ্তরের টিম এলাকা পরিদর্শন করে। যদিও এখনও কোনও পরিযায়ী পাখির মৃত্যুর খবর প্রকাশ্যে আসেনি। লেকে মাছ চাষ করা ব্যবসায়ীর অভিযোগ, লক্ষ লক্ষ টাকার মাছ মারা গিয়েছে। সেই মাছ খাচ্ছিল পরিযায়ী পাখিরা। তা থেকেই বিষয়টি নজরে আসে। আসানসোলের ফরেস্ট রেঞ্জার তমালিকা চন্দ্র বলেন, পুরো বিষয়টি খতিয়ে দেখতে বনদপ্তরের টিম গিয়েছিল।৫৮ লক্ষ টাকার বিনিময়ে তিন বছরের জন্য ফতেপুর-সিমজুড়ি লেকটি সিএলডব্লু কর্তৃপক্ষের কাছে লিজ নেন অভিষেককুমার সিং। তিনি দাবি করেছেন, ২২ লক্ষ টাকার মাছ লেকে চাষ করার জন্য ছাড়া হয়েছিল। বুধবার লেকের একই জায়গায় ঝাঁক-ঝাঁক পরিযায়ী পাখি দেখে সন্দেহ হয়। এরপর লেকের মধ্যে গিয়ে তাঁরা দেখতে পান, প্রচুর মরা মাছ ভাসছে। সেখানেই কয়েকটি ওষুধের বোতলও তাঁরা দেখতে পান। তাঁর দাবি, এরপরই লেক থেকে বস্তা বস্তা ওষুধ, ইঞ্জেকশন, ট্যাবলেট উদ্ধার হয়েছে।