মালদহে ঘুমন্ত অবস্থায় বৃদ্ধকে কুপিয়ে খুনের অভিযোগ, চাঞ্চল্য
বর্তমান | ১১ জানুয়ারি ২০২৫
এক বৃদ্ধকে কুপিয়ে খুনের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মালদহের হরিশ্চন্দ্রপুরের কুশলপুর গ্রামে। গতকাল, শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে। মৃতের নাম জসিমুদ্দিন (৭৫)। ঘটনায় গুরুতর জখম হয়েছেন তাঁর স্ত্রী সাহেনা বিবি (৪৫)। কিন্তু এর নেপথ্যে কে বা করা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস।
স্থানীয় সূত্রে খবর, এদিন বাড়ির বারান্দায় জসিমুদ্দিন এবং সাহেনা একসঙ্গে ঘুমাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় কয়েকজন দুষ্কৃতী আচমকা তাঁদের উপর ধারাল অস্ত্র দিয়ে হামলা চালায়। তাঁদের আর্তনাদে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। রক্তাক্ত অবস্থায় জসিমুদ্দিন এবং সাহেনাকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু পরে অবস্থার অবনতি হলে তাঁদের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। গতকাল, শুক্রবার রাতে সেখানেই মৃত্যু হয় জসিমুদ্দিনের। আশঙ্কাজনক অবস্থায় তাঁর স্ত্রী সাহেনা মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনাটিকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। শত্রুতার কারণেই এই খুন নাকি এর নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।