• গাঁজা সহ ধৃত এক
    বর্তমান | ১১ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: প্রায় ১৪ কেজি গাঁজা সহ একজনকে গ্রেপ্তার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিস। শুক্রবার রাতে তাকে শহরের সেনপাড়া এলাকার বাঁধের বাজার থেকে গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে, ধৃতের নাম মদন বর্মন। বাড়ি কোচবিহারের শীতলকুচিতে। এদিন বিকেলে ময়নাগুড়ি রোড থেকে একটি টোটোতে চাপে ওই ব্যক্তি। বলে, জলপাইগুড়ি টাউন স্টেশনে যাবে সে। ওই যুবক টোটোতে ওঠার পর আরও দুজন যাত্রী ওঠে একই টোটোয়। টোটোটি যখন হাইরোড থেকে বালাপাড়া দিয়ে জলপাইগুড়ি শহরে আসছিল, ঠিক তখনই পুলিসের কাছে গোপন সূত্রে খবর পৌঁছয়। তল্লাশি চালাতেই দেখা যায়, টোটোয় দুটি ব্যাগ রয়েছে। সেই ব্যাগে রয়েছে গাঁজা। এরপরই গ্রেপ্তার করা হয় কোচবিহারের ওই ব্যক্তিকে। টোটোটিতে আরও যে দুজন যাত্রী ছিল, ঘটনার সঙ্গে তাদের কোনও যোগ রয়েছে কি না সেটাও খতিয়ে দেখছে পুলিস। পুলিসের জেরায় ধৃত ব্যক্তি স্বীকার করেছে, মালদকে ওই গাঁজা নিয়ে যাচ্ছিল সে।
  • Link to this news (বর্তমান)