• নালায় চিতাবাঘের শাবক, আতঙ্ক
    বর্তমান | ১১ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, নাগরাকাটা: শুক্রবার দুপুরে মেটেলি ব্লকের আইভিল চা বাগানের ডাঙ্গি ডিভিশনে বাগানে চিতাবাঘের শাবককে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। আতঙ্কে শ্রমিকরা চা বাগানে একঘণ্টা কাজ বন্ধ রাখেন।


    দুপুরে চা বাগানের ৩৫ নম্বর সেকশনে শ্রমিকরা কাজ করার সময়  কান্নার শব্দ শুনতে পান। কাছে গিয়ে দেখেন, নালায় তিনটি চিতাবাঘের শাবক রয়েছে।  আশেপাশে মা চিতাবাঘ থাকতে পারে ভেবে আতঙ্কে শ্রমিকরা কাজ বন্ধ করে সেখান থেকে সরে পড়েন। এরপরই খবর পেয়ে খুনিয়া রেঞ্জের বনকর্মীরা এসে বোমপটকা ফাটিয়ে নিশ্চিত হলেও বিকেল সাড়ে তিনটা নাগাদ ফের কাজ শুরু করেন শ্রমিকরা।
  • Link to this news (বর্তমান)