সংবাদদাতা, হলদিবাড়ি: বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিল ৩০টি পরিবার। বৃহস্পতিবার রাতে হলদিবাড়ি ব্লকের উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতে এই দলবদল কর্মসূচি হয়। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী। উপস্থিত ছিলেন, তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার সম্পাদিকা অঙ্কিতা অধিকারী, হলদিবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শৈলবালা রায়, তৃণমূলের হলদিবাড়ি ব্লকের সহ সভাপতি মানস রায় বসুনিয়া প্রমুখ। যোগদান শেষে বিধায়ক বলেন, উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের জোড়ামের ৩০টি পরিবার বিজেপি ছেড়ে আমাদের দলে এসেছে। আগামী দিনে আরও অনেকে আসার জন্য পা বাড়িয়ে আছেন। ধাপে ধাপে তাঁদেরও নেওয়া হবে। যদিও বিজেপির স্থানীয় নেতারা জানিয়েছেন, দলবদলের ব্যাপারে কিছু জানা নেই।