নাইট শেল্টার ও কর্মরত মহিলাদের জন্য আবাসন, প্রস্তাব পাঠাল এনবিএমসি
বর্তমান | ১১ জানুয়ারি ২০২৫
সংবাদদাতা, শিলিগুড়ি: রাজ্য সরকারের তরফে মেডিক্যাল কলেজ হাসপাতাল, মহকুমা, জেলা ও সুপার স্পেশালিটি হাসপাতালগুলিতে রোগীর পরিবারের লোকের জন্য নাইট শেল্টার ও কর্মরত মহিলাদের আবাসন তৈরি উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের আবাসন দপ্তর ইতিমধ্যে ২৬টি মেডিক্যাল কলেজ, সুপার স্পেশালিটি, মহকুমা ও জেলা হাসপাতালে নাইট শেল্টার তৈরি করেছে। আরও নাইট শেল্টার ও হাসপাতালে কর্মরত মহিলাদের জন্য আবাসন তৈরি হবে।
স্বাস্থ্যদপ্তরের মাধ্যমে বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে প্রস্তাব আহ্বান করেছে আবাসন দপ্তর। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল এই দু’টি প্রকল্পে সাড়া দিয়ে প্রস্তাব পাঠিয়েছে। কিন্তু জায়গার অভাবে শিলিগুড়ি জেলা হাসপাতাল প্রকল্পের সুবিধা নিতে পারছে না। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীর পরিবারের লোকদের রাত্রে থাকার ব্যবস্থা নেই। করোনার সময় রোগীর পরিবারের লোকদের রাত্রি আবাসটি কোভিড ওয়ার্ড করা হয়। বর্তমানে সেখানে আইডি ওয়ার্ড করা হয়েছে বলে জানান হাসপাতাল সুপার ডাঃ সঞ্জয় মল্লিক। ফলে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীর পরিবারের লোকেরা রাত্রে থাকার ক্ষেত্রে বাইরের বিভিন্ন হোটেল, লজ ভাড়া করতে বাধ্য হন। অনেকে আবার হাসপাতালে করিডরে খোলা জায়গায় রাত্রিবাস করছেন।
সুপার বলেন, স্বাস্থ্যদপ্তর থেকে আমাদের কাছে রোগীর পরিবারের লোকদের জন্য নাইট শেল্টার এবং কর্মরত মহিলাদের আবাসন তৈরির জন্য প্রকল্প চেয়ে পাঠানো হয়েছে। এক্ষেত্রে নিজেদের জমি থাকতে হবে। আমরা দু’টি প্রকল্পের জন্য খসড়া প্রস্তাব পাঠিয়েছি। নাইট শেল্টারে একসঙ্গে ৩০০ জন থাকতে পারবেন।