বাংলার বাড়ির টাকা অন্যের অ্যাকাউন্টে, ব্যাঙ্কে বিক্ষোভ
বর্তমান | ১১ জানুয়ারি ২০২৫
সংবাদদাতা, মেখলিগঞ্জ: বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে। কিন্তু সেই টাকা তুলতে গিয়ে উপভোক্তা জানতে পারেন, দু’দিন আগেই অন্য কেউ টাকা তুলে নিয়েছে। উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্কের জামালদহ শাখার এই ঘটনাকে ঘিরে শুক্রবার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, প্রকৃত উপভোক্তা বিষয়টি ব্যাঙ্ক ম্যানেজারকে জানাতে গেলে তিনি প্রথমে আমলই দেননি। উল্টো দুর্ব্যবহার করে একপ্রকার তাড়িয়ে দেন। পরে সেই উপভোক্তা বিষয়টি এলাকার বাসিন্দাদের জানালে তাঁরা ব্যাঙ্কে গিয়ে বিক্ষোভ দেখান। তারপরেই ব্যাঙ্ক কর্তৃপক্ষ নিজেদের ভুল বুঝতে পেরে ওই উপভোক্তার টাকা ফেরানোর আশ্বাস দেয়। তবে কীকরে একজন গ্রাহকের টাকা অন্যজন তুলে নিয়ে গেল এই নিয়ে প্রশ্নের মুখে পড়েছে ব্যাঙ্ক। উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্কের জামালদহ শাখার ম্যানেজার চিরঞ্জীব ঘোষ বলেন, টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে। সমস্যা মিটে গিয়েছে।