• রায়গঞ্জে এসে এইমস নিয়ে ফের জলঘোলা রাজু বিস্তার
    বর্তমান | ১১ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: ফের এইমস ইস্যুতে ‘জলঘোলা’ করা শুরু করল বিজেপি। এইমস করার দাবি নিয়ে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দু’দফায় চিঠি দিয়েছেন রায়গঞ্জের বিজেপি সাংসদ কার্তিক পাল। শুক্রবার রায়গঞ্জের সেই সাংসদকে সঙ্গে নিয়েই উত্তরবঙ্গে রাজ্যের দ্বিতীয় এইমস গড়ার পক্ষে সওয়াল করলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। কিন্তু তিনি স্পষ্ট করে জানাতে পারলেন না, এইমস কোথায় হবে। তাঁর বক্তব্য, উত্তরবঙ্গেই হবে। দুই সাংসদের এই দুই পৃথক পন্থা নিয়ে স্থানীয় রাজনৈতিক  মহলে শুরু হয়েছে ব্যাপক চর্চা। তাঁদের বক্তব্য, রায়গঞ্জ তথা উত্তরবঙ্গের মানুষকে এইমসের স্বপ্ন দেখিয়েছিলেন প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সি। এবার তাঁর গড়ে দাঁড়িয়েই কোমায় চলে যাওয়া সেই ইস্যু নিয়েই এবার বিজেপি জলঘোলা করতে শুরু করেছে। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই কারণে এখন থেকে উত্তরবঙ্গের মানুষকে বোকা বানানোর কাজ শুরু করেছে বিজেপি। এমনটাই দাবি কংগ্রেসের। জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত বলেন, রায়গঞ্জ থেকে এইমস সরিয়ে নিয়ে যাওয়ার পিছনে রাজ্যের শাসকদল ও বিজেপি দায়ী। এখন ছাব্বিশের ভোটের আগে নতুন নাটকবাজি শুরু করেছে বিজেপি। মানুষকে ধোকা দিতেই এইমস ইস্যুতে তারা জলঘোলা করছে।


    রায়গঞ্জে দীর্ঘদিন ধরে রয়েছে এইমসের দাবি। প্রায় একযুগ আগে তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত প্রিয়রঞ্জন দাশমুন্সির রায়গঞ্জে এইমস স্থাপনের জন্য উঠেপড়ে লেগেছিলেন। পরবর্তীতে সেই স্বপ্নে বিভোর হয় রায়গঞ্জ তথা উত্তরবঙ্গবাসীও। কিন্তু তা আজও অধরা। এখন ভোটের আগে সেই এইমসের দাবিই সামনে আসছে। গত লোকসভা নির্বাচনের সময়েও সাংসদ এই ইস্যু তুলে ধরেন। সম্প্রতি বিজেপি সাংসদ কার্তিক পালও এনিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দেন। তিনি ওই চিঠিতে মুখ্যমন্ত্রীর কাছে রায়গঞ্জে এইমস করার ক্ষেত্রে  সহযোগিতা প্রার্থনা করেছেন। এইমস করলে কীভাবে রায়গঞ্জ ও আশপাশের বিস্তীর্ণ এলাকার মানুষের স্বাস্থ্য পরিষেবা উন্নত হবে, তাও তিনি উল্লেখ করেছেন।
  • Link to this news (বর্তমান)