নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নতুন বছরের দ্বিতীয় মাসে লম্বা সফরে বাংলায় আসছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। ৭ ফেব্রুয়ারি শহরে পা রাখবেন তিনি। ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে থাকবেন। আসন্ন বঙ্গ সফরে সরসঙ্ঘচালক প্রকাশ্য সভাও করবেন বলে জানা গিয়েছে। কয়েক বছর আগে ২৩ জানুয়ারি কলকাতার শহিদ মিনারে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উদযাপনের এক সভায় প্রধান বক্তা ছিলেন তিনি। এবার কলকাতার পাশাপাশি বর্ধমান শহরে কয়েকদিন কাটাবেন ভাগবত। কলকাতায় কেশব ভবনে সঙ্ঘের শীর্ষ অধিকারিকদের সঙ্গে পর্যায়ক্রমে সাংগঠনিক বৈঠক করবেন তিনি। বাংলায় আরএসএস-এর বিস্তার নিয়ে পর্যালোচনা হবে। চলতি বছরে শতবর্ষে পা রাখছে সঙ্ঘ। এই মাহেন্দ্রক্ষণ পশ্চিমবঙ্গে সংগঠনের ভিত মজবুত করার আদর্শ সময় বলে মনে করছে সঙ্ঘ। তার জন্য জেলায় জেলায় লাগাতার সেবামূলক কাজ সহ বিভিন্ন কর্মসূচির রূপরেখা তৈরি হবে বলে খবর। আগামী ১১ ফেব্রুয়ারি ভাগবতের বর্ধমান যাওয়ার কথা। ১৬ ফেব্রুয়ারি বর্ধমানে জনসভায় অংশ নিয়ে আবার ফিরে যাবেন তিনি।