• ২ জেলার এসপি বদল
    বর্তমান | ১১ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বীরভূম ও পূর্ব বর্ধমান জেলার পুলিস সুপার বদল করল নবান্ন। রাজ নারায়ণ মুখোপাধ্যায়কে সরিয়ে বীরভূম জেলার পুলিস সুপার করা হল আমনদীপকে। রাজ নারায়ণকে ট্রাফিকের এসপি করা হল। স্টাডি লিভে থাকা আমনদীপ ফের কাজে যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে। পূর্ব বর্ধমানের নতুন পুলিস সুপার হয়েছেন সায়ক দাস। 
  • Link to this news (বর্তমান)